অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই

আফঈদাদের চোখ চূড়ান্ত পর্বে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৭: ৪৯
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৮: ৩৬

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে আগামীকাল লাওসের বিমান ধরবে বাংলাদেশ নারী ফুটবল দল। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও তিমুর-লেস্তে। ৬ আগস্ট থেকে বাছাই পর্বের মিশন শুরু হবে। এই বাছাই পর্ব সামনে রেখে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতেই লাওসে যাচ্ছেন তারা।

বিজ্ঞাপন


সম্প্রতি সিনিয়র নারী এশিয়ান কাপে বাংলাদেশ চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। এবার বয়সভিত্তিক এশিয়ান কাপেও সাফল্য দেখাতে চায় তারা। তবে যে গ্রুপে পড়েছে বাংলাদেশ, সেটি কঠিন গ্রুপ। নারী দলের কোচ পিটার বাটলার বলেন, ‘দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের (মহাদেশের) সেরা দল। নিঃসন্দেহে তারা অনেক এগিয়ে ও অনেক ভালো দল। আমাদের প্রথম ম্যাচ লাওসের সঙ্গে। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই ম্যাচ জিতে আমরা এগিয়ে থাকতে চাই।’

তিনি আরো বলেন, ‘আপাতত আমাদের পুরো মনোযোগ প্রথম ম্যাচ লাওসের বিপক্ষে। আমরা লাওসে পৌঁছেই ইনজুরি নিয়ে একটা চূড়ান্ত মূল্যায়ন করব। তবে এখন পর্যন্ত দলে ইনজুরির কোনো সমস্যা নেই, সবাই সুস্থ এবং আমরা খেলতে প্রস্তুত।’

সম্প্রতি ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই সাফজয়ী দলটিই এশিয়ান কাপের বাছাই পর্বে খেলবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত