নিউক্যাসলের হয়ে আর্সেনালের ‘প্রতিশোধ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২: ৩৪
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০১: ১৮

প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অন্যরকম এক রাত পার করল ভক্তরা। এদিন লড়াইটা হয়েছে মূলত ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার মধ্যে। সমতায় শেষ হয়েছে ইউরোপের দুই শীর্ষ লিগের লড়াই।

নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাগপাইদের হয়ে প্রতিশোধ নিয়েছে আর্সেনাল। এমিরেটস কাপের ফাইনালে স্পেনের আরেক ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল।

বিজ্ঞাপন

এমিরেটস স্টেডিয়ামে বিলবাওকে পাত্তা দেয়নি আর্সেনাল। বল দখল কিংবা আক্রমণ- সবকিছুতে আধিপত্য ছিল তাদের। প্রথমার্ধেই দুইবার সফরকারীদের জালে বল জড়ায় স্বাগতিকরা।

ভিক্টর গায়কোরেসের গোলে ৩৪ মিনিটে লিড নেয় আর্সেনাল। ২ মিনিট পর ব্যবধান বাড়ান ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে আর্সেনালের হয়ে শেষ গোলটি করেন কাই হাভার্টস।

সেন্ট জেমস পার্কে অ্যাতলেটিকোর বিপক্ষে বল দখলে এগিয়ে ছিল নিউক্যাসল। আক্রমণেও সফরকারী দলের সঙ্গে পাল্লা দিয়েছে প্রিমিয়ার লিগের প্রতিনিধিরা। তবে গোলের জন্য খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি নিউক্যাসল। সেখানেই ম্যাচের ব্যবধান গড়ে দেয় অ্যাতলেটিকো।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি অ্যাতলেটিকো। বিরতি থেকে ফেরার ৫ মিনিটের মাথায় আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের কল্যাণে এগিয়ে যায় অতিথিরা। ৬৩ মিনিটে স্কোরলাইন ২-০ করেন অ্যান্টনি গ্রিজম্যান। বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাব পালেরমোকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। রেঞ্জো বারবেরা স্টেডিয়ামে সফরকারীদের হয়ে জোড়া গোল করেন রেইন্ডার্স। বাকি গোলটি করেন আর্লিং হাল্যান্ড।

ফিওরেন্তিনাকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত সময়ের খেলা শেষে দুই দল ১-১ সমতায় ছিল।

অপর ম্যাচে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিডস ইউনাইটেড। ডাবলিনের আভিভা স্টেডিয়ামে সান্তিয়াগো জিমেনেসের গোলে ৩১ মিনিটে লিড নেয় সান সিরোর প্রতিনিধিরা। ৬৭ মিনিটে লিযসের হয়ে গোলটার শোধ দেন অ্যান্টন স্ট্যাস।

একনজরে ফল

আর্সেনাল ৩-০ অ্যাথলেটিক বিলবাও

অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ নিউক্যাসল ইউনাইটেড

ম্যানচেস্টার সিটি ৩-০ পালেরমো

ম্যানচেস্টার ইউনাইটেড (১) ৫- ৪ (১) ফিওরেন্তিনা

এসি মিলান ১-১ লিডস ইউনাইটেড

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত