আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফের হ্যাটট্রিক করলেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক
ফের হ্যাটট্রিক করলেন দেম্বেলে

ফর্মের তুঙ্গে আছেন উসমান দেম্বেলে। মাঠে নামলেই পাচ্ছেন গোলের দেখা। তারই ধারাবাহিকতায় টানা ২ ম্যাচে হ্যাটট্রিক করলেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। যার শেষটি করেছেন ব্রেস্তের বিপক্ষে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে। এর আগে চ্যাম্পিয়ন লিগের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে গত ৩০ জানুয়ারি স্টুটগার্টের বিপক্ষে তিন গোল করেন দেম্বেলে।

বিজ্ঞাপন

দেম্বেলের সবশেষ হ্যাটট্রিকে লিগে বড় জয় পেয়েছে পিএসজি। ব্রেস্তকে ৫-২ গোলে হারিয়েছে তারা। ফ্রান্সিস লা ব্লাতে সফরকারী দলের হয়ে বাকি গোলদুটি করেন পর্তুগিজ তারকা গনসালো রামোস। অন্যদিকে ব্রেস্তের হয়ে একবার করে ব্যবধান কমান দেল ক্যাসিলো ও অর্ক।

পিএসজির হয়ে ২৯ মিনিটে প্রথম গোলের দেখা পান দেম্বেলে। ৫৭ ও ৬২ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক বার্সা তারকা। এ নিয়ে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৮ ম্যাচে ১৪ গোল করলেন তিনি। দেম্বেলের হ্যাটট্রিকের পর ম্যাচের শেষদিকে জোড়া গোল করেন রামোস।

এই জয়ে ফ্রান্সের শীর্ষ লিগের চলমান মৌসুমে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকল পিএসজি। যথারীতি টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। ২০ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট। দুইয়ে আছে মার্সেই। তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট৷ সমান পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে মোনাকো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন