চ্যাম্পিয়নস ট্রফি

ধারাভাষ্য প্যানেলে আছেন আতহার আলী খান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০০

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগের দিন ধারাভাষ্যকারদের নামের তালিকা প্রকাশ করল আইসিসি। ধারাভাষ্য প্যানেলে জনপ্রিয় সব মুখদের রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। একমাত্র বাংলাদেশি হিসেবে টুর্নামেন্টটির কমেন্ট্রি বক্সে দেখা যাবে আতহার আলী খানকে।

ধারাভাষ্য প্যানেলে আছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, সুনিল গাভাস্কার, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, ইয়ান স্মিথদের মতো বড় সব নাম। সরাসরি ম্যাচের ধারাবিবরণী ছাড়াও প্রি শ্যাচ শো, ইনিংস অ্যানালাইসিস, পোস্ট ম্যাচে শো নিয়ে টুর্নামেন্টজুড়ে ব্যস্ত সময় পার করবেন ধারাভাষ্যকার ও বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

একনজরে চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্যকারদের তালিকা: রবি শাস্ত্রী, ইয়ান বিশপ, ইয়ান স্মিথ, নাসের হুসেইন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম, সুনিল গাভাস্কার, হার্শা ভোগলে, সাইমন ডুল, ম্যাথু হেইডেন, অ্যারন ফিঞ্চ, মাইক আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু, ডেল স্টেইন, আতহার আলী খান, ইয়ান ওয়ার্ড, শন পোলক, কেটি মার্টিন, দিনেশ কার্তিক ও বাজিদ খান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত