প্রতিবারের মতো এবারও হংকং এস্টেসিয়ান মুয়েথাই চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের রাকিব ও গাউছ।
গত ১১ ডিসেম্বর হংকংয়ের এলিজাবেদ স্টেডিয়ামে রাকিব খেলেছেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং হংকংয়ের খেলোয়াড়কে হারিয়ে পদক জিতেছেন গাউছ।
হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের প্রধান প্রশিক্ষক বাবুল আহমেদ রুবেল বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক মার্শাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবার এস্টেসিয়ান মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে ঢাকা থেকে ৯ জনের একটি টিম যায় হংকং। বাংলাদেশ থেকে হংকং যান প্রধান কোচ আসিফ মাহামুদ, টিম ম্যানেজার ও একজন নারী রেফারি এবং যমুনা ডাবল হর্স আতিক, পাঁচজন খেলোয়াড়ের মধ্যে দুজন হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের।’

