৪৩ বছরের অপেক্ষা ফুরাল রেক্সহ্যামের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৩: ৫৪
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৪: ০৩

ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে মিলওয়ালকে ২-০ গোলে হারিয়েছে রেক্সাহ্যাম এফসি। এর মাধ্যমে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগে ৪৩ বছর পর জয়ের দেখা পেল ওয়েলসের ক্লাবটি।

দলের জয়ের দিনে একটি করে গোল করেন কিফার মোর ও লুইস ও ব্রায়েন। এর আগে সবশেষ ১৯৮১-৮২ মৌসুমের শেষদিন রদ্যারহ্যাম ইউনাইটেডের বিপক্ষে জিতেছিল রেক্সহ্যাম। এরপর প্রথমবারের মতো চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পরের ধাপের লিগটিতে খেলছে তারা।

বিজ্ঞাপন

একের পর এক ব্যর্থতার কারণে ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরে নেমে যায় রেক্সহ্যাম। তবে মালিকানা পরিবর্তন হওয়ায় গত ৩ মৌসুমে অবিশ্বাস্য উন্নতি করেছে ক্লাবটি। এই সময়কালে টানা তিন প্রমোশনে দ্বিতীয় স্তরে ফিরেছে রেক্সহ্যাম। তাতেই ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে টানা ৩ মৌসুমে উত্তরণের রেকর্ড গড়েছে তারা।

যদিও ৪৩ বছর পর দ্বিতীয় স্তরে ফেরাটা খুব বেশি সুখকর হয়নি রেক্সহ্যামের জন্য। প্রথম ৩ ম্যাচের মধ্যে দুটিতেই হেরে যায় তারা। বাকি ম্যাচটিতে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে। অবশেষে চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল রেক্সহ্যাম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত