৮ বলে ৫ উইকেট, মহেশের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০২: ০০
মহেশ তাম্বে

এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই অপরিচিত এক নাম ছিল মহেশ তাম্বে। কিন্তু এবার তার নাম জানল পুরো ক্রিকেট দুনিয়া। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলের হিসেবে ৫ উইকেট শিকারের নয়া কীর্তি গড়েছেন ৪০ বছরের এ মিডিয়াম পেসার। ফিনল্যান্ডের এ ক্রিকেটার মাত্র ৮ বলে ৫ উইকেট তুলে নিয়ে লিখেছেন নতুন ইতিহাস।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার আগের রেকর্ডটি ছিল বাহরাইনের জুনাইদ আজিজের। ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে এই রের্কড গড়েছিলেন তিনি। আর ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট শিকার করেছিলেন আফগান তারকা লেগস্পিনার রশিদ খান।

এস্তোনিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলছে এখন ফিনল্যান্ড। সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৮ বল খরচ করে ১৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন পুরেছেন মহেশ। শুরুতে ব্যাটিং নেমে ১৯.৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় এস্তোনিয়া। যদিও এক উইকেটের বিনিময়ে ৭২ রান তুলেছিল তারা। দারুণ শুরু পর এস্তোনিয়ার ব্যাটিং লাইনআপ পেস তোপে একাই ধসিয়ে দেন ডানহাতি এ পেসার।

প্রথম ৮ বলে মহেশ ক্রিজ থেকে বিদায় করেন স্টেফান গুচ, সাহিল চৌহান, মুহাম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। দুই ওভারের স্পেলে সব মিলিয়ে ১৯ রান খরচ করে নেন ৫ উইকেট। তার বোলিং জাদুতে ১৪১ রানে থেমে যায় এস্তোনিয়ার ইনিংস। পরে অরবিন্দ মোহনের দারুণ ব্যাটিং পারফরম্যান্সে ৫ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ফিনল্যান্ড।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত