আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানকে শেবাগের হুঁশিয়ারি, রাইডুর শান্তির বার্তা

স্পোর্টস ডেস্ক
পাকিস্তানকে শেবাগের হুঁশিয়ারি, রাইডুর শান্তির বার্তা

ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। তাই চুপ থাকতে পারছেন না সাবেক ক্রিকেটাররা। দুদেশের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনার জন্য চিরশত্রু পাকিস্তানকেই দায়ী করছেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক এ উদ্বোধনী ব্যাটারের দাবি, সন্ত্রাসীদের বাঁচাতে সংঘাতের পথ বেছে নিয়েছে পাকিস্তান। শেবাগ হুঁশিয়ারি করে জানিয়ে দেন, ভারতের সামরিক বাহিনী এমনভাবে জবাব দেবে যে, পাকিস্তান তা কখনো বুলতে পারবে না।

বিজ্ঞাপন


পাকিস্তানের দিকে চোখ রাঙিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গত বৃহস্পতিবার রাতে শেবাগ লেখেন, ‘পাকিস্তানের চুপ থাকার সুযোগ ছিল। কিন্তু তারা বেছে নিয়েছে যুদ্ধ। সন্ত্রাসীদের বাঁচাতে তারা এই পদক্ষেপ নিয়েছে। তাদের নিয়ে অনেক কথাও তারা বলে। আমাদের বাহিনী সবচেয়ে উপযুক্ত জবাবই দেবে, এমন জবাব দেবে, যেটা পাকিস্তান কখনো ভুলতে পারবে না।’


সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স হ্যান্ডেলে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে কয়েকটি পোস্ট করেছেন আম্বাতি রাইডুও। তবে ভারতের সাবেক এ ক্রিকেটার শেবাগের পথে হাঁটেননি। মহাত্মা গান্ধীর একটি বাণী দিয়ে শান্তির আহবান জানিয়ে রাইডু লেখেন, ‘চোখের বদলে চোখ গোটা পৃথিবীকে অন্ধ বানিয়ে দেয়। সবাই মনে রাখি- এটা দুর্বলতা নয় বরং জ্ঞানের প্রকাশ। ন্যায়বিচারকে সমুন্নত রাখতেই হবে তবে মানবিকতাও ভোলা যাবে না। আমরা দৃঢ়ভাবে ভালোবাসতে পারি এবং হৃদয়ে ভালোবাসা ধারণ করতে পারি। দেশপ্রেম ও শান্তির অবস্থান পাশাপাশি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টা মামলাঃ ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

এলাকার খবর
খুঁজুন