বাংলাদেশ দলের কড়া সমালোচনায় রমিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১৬: ৪১

টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এই পরিসংখ্যানই বলে দেয় কেমন সময় পার করছে ফিল সিমন্সের শিষ্যরা। এমতাবস্থায় বাংলাদেশের ক্রিকেটারদের তুমুল সমালোচনা করেছেন রমিজ রাজা। পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার মতে, ভুল করা এখন বাংলাদেশের রুটিন হয়ে গেছে।

সবশেষ পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ম্যান ইন গ্রিনদের হাতে ট্রফি তুলে দিয়েছে সফরকারী দল। শেষ ম্যাচ হারলে হোয়াইটওয়াশের লজ্জা পাবে লিটন দাস অ্যান্ড কোং। এর আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে এই সংস্করণের সিরিজ হেরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘বাংলাদেশ দলের অবস্থাটাই এমন। প্রথম ম্যাচে যে ভুল করে দ্বিতীয় ম্যাচে তার থেকেও বেশি করে। তার পরের ম্যাচেও নতুন নতুন ভুল করে। ভুল করা তাদের জন্য এখন রুটিন হয়ে গেছে।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘ভুলের এমন ধারাবাহিকতা বজায় থাকলে নেতিবাচক মানসিকতা তৈরি হয়। ক্রিকেটারদের মাঝে শুরু থেকেই একটা ধারণা তৈরি হয় যে জেতা যাবে না। কোনো দলে এই ধারণা ঢুকে গেলে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে।’

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত