আর্জেন্টিনার প্রাথমিক দলে ‘নতুন মেসি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ২১: ৩০

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই দলে জায়গা পেয়েছেন নতুন মেসি হিসেবে পরিচিতি পাওয়া ক্লদিও এচেভেরি। এর মাধ্যমে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেলেন এচেভেরি।

কিছুদিন আগে শেষ হওয়া অনূর্ধ্ব ২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেন এচেভেরি। টুর্নামেন্টে ৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও তিনটি। অন্যান্য বয়সভিত্তিক দলগুলোতেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন। প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানসিটি।

বিজ্ঞাপন

আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ ব্রাজিল।

একনজরে আর্জেন্টিনা দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি

ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, হুয়ান ফয়েথ, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, ওর্তেগা, নিকোলাস তাগলিয়াফিকো, জার্মান পেজ্জেলা

মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো প্যারেদেস, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, জুলিয়ানো সিমিওনি, ম্যাক্সিমো পেরোনে।

ফরওয়ার্ড: লিওনেল মেসি, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোররেয়া।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত