কুকুরের কাণ্ডে মাটি হতে বসেছিল কার্টারের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৯: ৫৮

যেকোনো খেলোয়াড়ই জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখেন। লিরয় কার্টারও এর ব্যতিক্রম নয়। সে স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ডের এই খেলোয়াড়। সম্প্রতি আর্জেন্টিনার বিপক্ষে চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচের জন্য নিউজিল্যান্ডের জাতীয় রাগবি দল অল ব্ল্যাকসে ডাক পান তিনি। যদিও কুকুরের কারণে তার এই স্বপ্ন প্রায় মাটি হতে যাচ্ছিল।

সফরের প্রস্তুতি নেওয়ার সময় কার্টারের পাসপোর্ট চিবিয়ে ফেলে তার পোষা কুকুর। যদিও শেষ পর্যন্ত তাড়াহুড়ো করে সমস্যা সমাধান করতে পেরেছেন তিনি।

বিজ্ঞাপন

ঘটনার বর্ণনা দিতে গিয়ে কার্টার বলেন, ‘আমি মাত্রই পাসপোর্টের ছবি তুলে ম্যানেজারকে পাঠিয়েছি। এরপর বিছানার পাশের টেবিলে পাসপোর্ট রেখে দেই। সে সময় আমার পার্টনার বাসায় ছিল না। সেই সুযোগে কুকুর করিডোর পেরিয়ে বিছানায় উঠে।’

কার্টার আরো বলেন, ‘এরপর কুকুর আমার পাসপোর্ট এবং দাঁতের অ্যালাইনার চিবিয়ে দেয়। সে সময় পরিস্থিতি আমার জন্য ভালো ছিল না। তখন জরুরি পাসপোর্টের জন্য আমি ছোটাছুটি করি। এখন সবকিছু ঠিক হয়েছে। আমার সঙ্গে এমন কিছু হতে পারে সেটা আগে থেকেই বুঝতে পারছিলাম।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত