ফখরের ১০ কেজি ওজন কমার নেপথ্যে যে কারণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ০৭

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তান দলে প্রত্যাবর্তন হয় ফখর জামানের। প্রত্যাবর্তনে ব্যাট হতে দুর্দান্ত পারফর্ম করেন বাঁহাতি ওপেনার। ৬৯ বলে খেলেন ৮৪ রানের ঝলমলে ইনিংস। যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি আগে ম্যান ইন গ্রিনদের জন্য অনেক বড় স্বস্তির কারণ। যদিও দলে ফেরার আগে বাজে সময়ের মধ্য দিয়ে গেছেন ফখর।

হাইপারথাইরয়েডিজম হয়েছিল ফখরের। এজন্য ১০ কেজি ওজন কমে যায় তার। ফলশ্রুতিতে পেশির শক্তি কমে যায়। তাই সুস্থ হয়ে ফেরার পর ব্যাটিং করা কঠিন হয়ে পড়ে তার জন্য। তবে ধীরে ধীরে সবকিছু এখন স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

নিজের অসুস্থতার দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে ফখর বলেন, ‘যে কেউ তো অসুস্থ হতে পারে। আমার হাইপারথাইরয়েড হয়েছিল। যে কারণে ওজন ১০ কেজি কমে যায়। পেশির শক্তি কমে গিয়েছিল। এজন্য এতোদিন খেলার বাইরে ছিলাম। অবশ্য এখন আমি পুরোপুরি সুস্থ।’

তারকা ব্যাটার আরও বলেন, ‘সুস্থ হওয়ার পর আমি ঘরোয়া ক্রিকেটে চার-পাঁচটা ম্যাচ খেলেছি। শুরুর দিকে খেলতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমি ব্যাট করতেই ভুলে গেছি। এখন উন্নতির দিকে আছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত