দরকার সাকিবদের বিকল্প: রোশান আবেসিংহে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৩: ০০

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত প্রায় দুই মাস পরপর টেস্ট খেলে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এলিট সংস্করণে ম্যাচ খেলার সুযোগ পায় ছয় মাস পরপর। সাদা পোশাকের ক্রিকেটে অন্য দলগুলোর পিছিয়ে থাকার অন্যতম কারণও এটি। টেস্ট নিয়ে আইসিসির এমন দ্বিমুখী আচরণের সমালোচনা করেছেন রোশান আবেসিংহে।

তবে ২৫ বছরে মাত্র ২৩টি টেস্ট জয় টাইগারদের জন্য হতাশাজনক পারফরম্যান্সই। সাকিব আল হাসানের বিকল্প খুঁজে না পাওয়ায় টেস্টে এখন ভালো করতে পারছে না বাংলাদেশ। এমনটাই বলছেন এ শ্রীলঙ্কান ধারাভাষ্যকার।

বাংলাদেশের করণীয় নিয়ে রোশান বলেন, ‘আপনি সাকিব আল হাসানের ঘাটতি কীভাবে পূরণ করবেন। তার অভাব দলে তো আছেই। জানি না তার শরীর সায় দেয় কি না। তবে সে খেললে ভালো হতো। একই সঙ্গে তামিম, মাহমুদউল্লাহ, মাশরাফি। তাদের রিপ্লেস বের করতে হবে। নাহলে এগিয়ে যাওয়া কঠিন হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত