দেশ ছাড়ার আগে দোয়া চাইলেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার জেসি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৩: ৩১
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৪: ৪৯

আগামী ১৮ জুন মালয়েশিয়ার মাটিতে বসবে অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। এজন্য আজ দেশ ছেড়েছেন বাংলাদেশ নারী দলের সাবেক এই ক্রিকেটার। তার আগে সবার দোয়া চেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে জেসি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ২০২৫ নারী অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মালয়েশিয়ায় যাচ্ছি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য বিসিবি এবং আম্পায়ার বিভাগকে ধন্যবাদ ‘

বিজ্ঞাপন

জেসি আরও বলেন, ‘আইসিসি ডেভেলপমেন্ট প্যানেল থেকে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলে উন্নীত হওয়ার পর এটাই আমার প্রথম এবং সবচেয়ে বড় ইভেন্ট। এই মেগা ইভেন্টে আমার জন্য বড় চ্যালেঞ্জ। সমর্থন এবং ভালবাসার জন্য আমি আমার পরিবারের সদস্য এবং বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।’

আসন্ন অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশসহ মোট ১৬টি দল। মালয়েশিয়ার বায়োমাস ক্রিকেট ওভালে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল দিয়ে ২ ফেব্রুয়ারি টুর্নামেন্টের পর্দা নামবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত