দ্য হান্ড্রেডে জেমস অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০১: ০০

৪৩-এ পা ফেলেছেন জেমস অ্যান্ডারসন। কিন্তু চির সবুজ তারুণ্যই যেন ধারণ করে আছেন এ ইংলিশ পেসার। থামার কোনো পরিকল্পনা নেই তার। খেলে যেতে চান আরো অনেকদিন। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে।

বিজ্ঞাপন

এখনো মাঠে উপহার দিয়ে যাচ্ছেন দুর্দান্ত পারফরম্যান্স। সেই সুবাদে দ্য হান্ড্রেডে দল পেলেন অ্যান্ডাসন। তারকা এ বোলার নাম লিখেছেন ম্যানচেস্টার অরিজিনালসে। ওয়াইল্ডকার্ড চুক্তিতে ম্যানচেস্টারের ফ্র্যাঞ্চাইজি অ্যান্ডারসনকে দলে ভেড়াতে খরচ করেছে ৩১ হাজার পাউন্ড। এক মৌসুমের জন্য বাংলাদেশি মুদ্রায় পাবেন ৫০ লাখ টাকা।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা অ্যান্ডারসন জাতীয় দলে পেস বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেন এর আগে। তবে খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটেও। প্রায় ১১ বছর পর গত জুনে ভাইটালিটি ব্লাস্টে ফিরে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৮ ম্যাচ খেলে শিকার করেন ১৪ উইকেট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত