আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রিটজকের কীর্তি

স্পোর্টস ডেস্ক
ব্রিটজকের কীর্তি
ম্যাথু ব্রিটজকে

এসএ টোয়েন্টির কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের ব্যস্ততার জন্য চ্যাম্পিয়নস ট্রফির পুরো দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেটা না হলে ম্যাথু ব্রিটজকে সুযোগই পেতেন না পাকিস্তানের মাঠে নামার। আর সেরকম কিছু না হলে এ ব্যাটারের ভেতরে লুকিয়ে থাকা বিধ্বংসী রূপটাও বের হয়ে আসত না। ব্রিটজকে নিজের বিস্ফোরক রূপটা দেখিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, ওয়ানডে অভিষেকে। কিউইদের বিপক্ষে উপহার দেন ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতেই গড়ে ফেলেন কীর্তি। একদিনের ক্রিকেটে অভিষেকে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। দাপুটে ব্যাটিং পারফরম্যান্সে ২৬ বছরের এ তরুণ ব্যাটার ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের রেকর্ড। ১৯৭৮ সালে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেকে অস্ট্রেলিয়া ম্যাচে ১৪৮ রানের দুর্বার এক ইনিংস খেলেছিলেন এ লিজেন্ড ক্যারিবীয় উদ্বোধনী ব্যাটার।

বুধবার পাকিস্তানের বিপক্ষে দলীয় স্কোরে ৮৩ রান যোগ করে হেইন্সের অন্য একটি রেকর্ডও নিজেদের করে নিয়েছেন ব্রিটজকে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ২৩৩ রান সংগ্রহ করেছেন ব্রিটজকে। একদিনের ক্রিকেটে প্রথম দুই ম্যাচে ২০০ রান করা প্রথম ব্যাটার তিনি। ক্যারিয়ারের প্রথম দুই ইনিংসে ১৯৫ রান পেয়েছিলেন হেইন্স। চমৎকার দুটি রেকর্ড নিয়ে দেশে ফিরে যাচ্ছেন ব্রিটজকে। কারণ ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিয়েছে প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফের ডাক পেতে হলে ব্রিটজকে এখন অপেক্ষায় থাকতে হচ্ছে। দলে যেভাবে ইনজুরি আঘাত হেনে চলেছে, তাতে করে কোনো ব্যাটার মাঠের বাইরে চলে গেলে চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা যেতে পারে তাকে। পরের ম্যাচে ব্যাট হাতে নেমে ৩২ রান করলেই প্রথম তিন ম্যাচে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ডও গড়বেন ব্রিটজকে। ওয়ানডেতে প্রথম তিন ম্যাচে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডের মালিক নিক নাইট। এই ইংলিশ ব্যাটার প্রথম তিন ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়ে সংগ্রহ করেছিলেন ২৬৪ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন