বুমরাকে নিয়ে বন্ডের শঙ্কা এবং পরামর্শ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২১: ৪০

পিঠের চোট পেসারদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জজনক। এই চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন জাসপ্রিত বুমরা। পিঠের চোটে অসময়ে তার ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কা আছে বলে মনে করেন শেন বন্ড। তেমনটা যেন না হয় সেজন্য পরামর্শও দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার।

বছর খানেক আগে পিঠে অস্ত্রোপচার করান বুমরা। তাতেও রেহাই মেলেনি। সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ফের পিঠে চোট পান। তারপর থেকেই মাঠের বাইরে আছেন। খেলতে পারেননি সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে। শোনা যাচ্ছে, পুরোপুরি সুস্থ না হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের শুরুর দিকে খেলতে পারবেন না বুমরা।

বিজ্ঞাপন

বর্তমানে ব্যাঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব অ্যাক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বুমরা। এই বোলার কবে মাঠে ফিরবেন সেটা সময়ই বলে দেবে। আপাতত তার ওয়ার্কলোডের দিকে গভীর মনোযোগ দিতে বলছেন বন্ড। যেন ফের বুমরাকে পিঠের চোটে না পড়তে হয়। অন্যথায় আরেকবার এই চোটে পড়লে হয়তো আর ক্রিকেট খেলতে পারবেন না সময়ের সেরা পেসারদের একজন।

ইএসপিএন ক্রিকইনফোকে বন্ড বলেন, ‘পিঠে আরেকটি অস্ত্রোপচার করানো হলে বুমরার ক্যারিয়ার শেষ হতে পারে। সে ঠিক থাকবে। এজন্য তার ওয়ার্কলোড সঠিকভাবে পরিচালনা করতে হবে। যে পরিমাণ ব্যস্ত সূচি তাতে বুমরাকে বিশ্রাম দেওয়ার সুযোগ কোথায়! প্রায়ই এমন হয় যে আইপিএল শেষ করে টেস্ট খেলতে হয়। সংস্করণের পরিবর্তন বিশেষ করে টি-টোয়েন্টি থেকে টেস্ট খেলা খুবই চ্যালেঞ্জিং।’

বন্ডের মতে, টানা দুটির বেশি টেস্ট খেলা বিপদ ডেকে আনবে বুমরার জন্য, ‘পরবর্তী বিশ্বকাপে বুমরা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড সিরিজে সে দুটির বেশি টেস্ট খেলতে নামুক আমি সেটা চাইব না। কারণ আইপিএল শেষ করে লম্বা দৈর্ঘ্যের ম্যাচ খেলতে নামলে ঝুঁকি থাকবে। এখন ম্যানেজমেন্ট কিভাবে তার ওয়ার্কলোড সামলায় সেটাই দেখার বিষয়।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত