আগের থেকে ভালো আছেন তামিম

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১২: ৫৩
তামিম ইকবাল। ফাইল ছবি

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের সবশেষ অবস্থা জানা গেছে কিছুক্ষণ আগে। আগের থেকে অনেকটা সুস্থ আছেন তিনি। আপাতত তাকে সিসিইউ থেকে বের করে কেবিনে রাখা হয়েছে। অল্প সময়ের মধ্যেই ফের তাকে সিসিইউতে নেওয়া হবে। এমনটাই জানা গেছে। আপাতত শঙ্কামুক্ত অবস্থায় আছেন তিনি।

বিজ্ঞাপন

কেপিজে স্পেশাইলাজড হাসপাতালে ডা. মনিরুজ্জামান মারুফের অধীনে আছেন তামিম ইকবাল। তিনি জানান, ৪৮-৭২ ঘণ্টার মধ্যে তাকে স্থানান্তরিত না করার পরামর্শ দেওয়া হয়েছে। সিসিইউতে ভর্তি থাকা তামিম ইকবাল হাটার চেষ্টা করছেন। স্বাভাবিক জীবনে ফিরতে তামিমকে আরও তিন মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ডাক্তার।

আজ সন্ধ্যার দিকে তামিমের বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হবে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তাকে স্থানান্তরিত করা হবে কি না। তার পরিবার থেকে জানানো হয়েছে— চিকিৎসক অনুমতি দিলে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে তামিমকে নেওয়া হবে। সেখানে তার হার্টের আরও কিছু পরীক্ষা করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত