গিলের সেঞ্চুরিতেও স্বস্তিতে নেই ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৭: ৩৯
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৭: ৫৩

ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন শুভমান গিল। এরপরও স্বস্তিতে নেই ভারত। ড্রয়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে সফরকারী দল।

ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয় ভারত। জবাবে ৬৯৯ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। ৩১১ রানে পিছিয়ে থাকা অতিথিদের জন্য দ্বিতীয় ইনিংসের দারুণ শুরুর দরকার ছিল। এমন সমীকরণে কোনো রান না তুলতেই ২ উইকেট হারায় তারা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৭৪ রান। ইংল্যান্ড এই টেস্ট হারছে না- চতুর্থ দিন শেষেই সেটা একরকম নিশ্চিত হয়। ম্যাচটি ড্র করার জন্য তাই রাহুল (৮৭ রান) ও গিলের (৭৮ রান) দিকে তাকিয়ে ছিল ভারত।

বিজ্ঞাপন

কিন্তু শেষ দিনের শুরুতেই বিদায় নেন রাহুল। বেন স্টোকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৯০ রান করেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে আসেন ওয়াশিংটন সুন্দর। এই স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করছেন গিল। ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি করার পথে ২২৮ বলে ১২ চার মারেন অধিনায়ক।

এই রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২১৯ রান। গিল ১০৩ ও সুন্দর ১৭ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের থেকে এখনো ৯২ রানে পিছিয়ে আছে ভারত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত