দিল্লি টেস্ট

জয়সওয়াল-সুদর্শনের ব্যাটে দিল্লি টেস্টেও ভারতের দাপট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২০: ৩০
ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন যশস্বী জয়সওয়াল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন যশস্বী জয়সওয়াল। হাঁকিয়েছেন দুর্বার এক সেঞ্চুরি। তার জাদুকরী তিন অঙ্কের সঙ্গে ব্যাটিংয়ে ঝলকে দেখিয়েছেন সাই সুদর্শনও। দুজনের ব্যাটিং দাপটে দিল্লি টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত। দিনশেষে ২ উইকেট হারিয়ে ৩১৮ রানের পুঁড়ি গড়ে ফেলেছে ক্যাপ্টেন শুভমান গিলের দল। প্রথম টেস্টের মতো প্রতিপক্ষ ক্যারিবীয়দের ফের রান পাহাড়ের চাপায় ফেলার আভাস দিয়ে যাচ্ছে ভারতীয়রা।

বিজ্ঞাপন

অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে স্বাগতিকরা। ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে তারা ২৫১ রান। তবে তার আগে অবশ্য প্রথম উইকেট হারায় তারা দলীয় ৫৮ রানে। ৩৮ রান নিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার লোকেশ রাহুল। পরে দ্বিতীয় উইকেটে জয়সওয়াল আর সুদর্শন ধাক্কা সামলে ৩০৬ বলে ১৯৩ রানের পার্টনারশিপ গড়ে বিশাল পুঁজির ভিত্তি মজবুত করে দেন। উদ্বোধনী ব্যাটসম্যান জসওয়াল ১৭৩* রানের চমৎকার এক ইনিংস খেলে এখনো অপরাজিত রয়ে গেছেন। ২২ বাউন্ডারির শটে ২৫৩ বলের দুরন্ত ইনিংসটি সাজিয়ে ডাবল সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন।

টেস্ট ক্যারিয়ারের ২৩ বছরের এ ওপেনারের সপ্তম সেঞ্চুরি এটি। ২৪ বছর হওয়ার আগে জয়সওয়ালের চেয়ে বেশি সেঞ্চুরি আছে আর মাত্র তিনজনের- ডন ব্র্যাডম্যান (১২), শচীন টেন্ডুলকার (১১) ও গ্যারি সোবার্স (৯)। ২৪ বছর বয়সের আগে জয়সওয়ালের সমান ৭টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের গ্রেট জাভেদ মিয়াঁদাদ, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।

আর সেঞ্চুরির আভাস দিয়েও ১৬৫ বলে ১২ চারে ৮৭ রানে থেমে যান ওয়ানডাউনে নামা সুদর্শন। উইন্ডিজের জার্সিতে ৬০ রানে ২ উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিক্যান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৩১৮/২, ৯০ ওভার (জয়সওয়াল ১৭৩* ব্যাটিং, সুদর্শন ৮৭, রাহুল ৩৮, গিল ২০* ব্যাটিং; ওয়ারিক্যান ২/৬০)। *প্রথম দিন শেষে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত