আইসিসির হল অব ফেমে জায়গা করে নিয়েছেন বর্তমান ও সাবেক মিলিয়ে সাত ক্রিকেটার। তারা হলেন মাহেন্দ্র সিং ধোনি, গ্রায়েম স্মিথ, ড্যানিয়েল ভেট্টরি, হাশিম আমলা, ম্যাথু হেইডেন, সারাহ টেইলর ও সানা মির।
ভারতের ইতিহাসের সেরা অধিনায়ক মানা হয় ধোনিকে। তার অধীনে তিনটি সাদা বলের শিরোপা জিতেছে ভারত। তারকা ক্রিকেটারের নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতার দুই বছর পর ভারতকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এনে দেন ধোনি।
ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০টির বেশি টেস্টে নেতৃত্ব দেওয়ার রেকর্ড স্মিথের দখলে। তার অধীনে ১০৯টি সাদা পোশাকের ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ৫৩টিতে পেয়েছে জয়ের দেখা। এ ছাড়া প্রোটিয়াদের হয়ে ১৫০টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ত্রিপল সেঞ্চুরির দেখা পান আমলা। ইংল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে ৩১১ রানের ইনিংস খেলেন সাবেক তারকা ব্যাটার। তিন সংস্করণ মিলিয়ে ৫৫টি সেঞ্চুরি আছে তার।
সানার অধীনে ২০১০ ও ২০১৪ সালে এশিয়ান গেমসের স্বর্ণপদক জেতে পাকিস্তান নারী ক্রিকেট দল। দলকে নেতৃত্ব দিয়েছেন ৭২ ওয়ানডে ও ৬৫টি ২০ ওভারের ম্যাচে।
ইংল্যান্ডকে ২০০৯ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সারাহ। উইকেটরক্ষক হিসেবে আলাদা পরিচিতি আছে তার। তিন সংস্করণ মিলিয়ে ২৩২টি ডিসমিসাল করেছেন সারাহ।

