প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর দিনে মাঠে গড়ানো পাঁচ ম্যাচের তিনটিই হয়েছে বয়কট। এবারের লিগে ২০ দলের আটটিই খেলছে না। ফলে লিগ বয়কট করা ক্লাবে খেলা ক্রিকেটারদের ভবিষ্যৎ কী হবে তা জানতে গত পরশু দুপুরে মাঠে এসেছিলেন ৬০-৭০ ক্রিকেটার। তবে সেদিন তাদের প্রথমে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার প্রতিবাদ জানান।
তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার এবং এর যৌক্তিক কারণও আছে। অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল।’
প্রথমে মাঠে ঢুকতে না দেওয়া হলেও পরে একটি প্রতিনিধিদলকে বিসিবিতে ঢুকতে দেওয়া হয়। তারা বিসিবি কার্যালয়ে বেশ কয়েকজন পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। এ নিয়ে তামিম লেখেন, ‘পরে যদিও একটি প্রতিনিধিদলকে ভেতরে নেওয়া হয়েছে; কিন্তু আরো অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছেÑতা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।’

