বিসিবি নির্বাচন

বুলবুল মানছেন অনেক ‘নো বল’ হয়েছে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮: ৩০
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল

চার মাস আগে দায়িত্ব নিয়ে ‘কুইক টি-টোয়েন্টি ইনিংস’ খেলে বিদায় নিতে চেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এবার সেই দায়িত্ব এখন দীর্ঘায়িত হওয়ার অপেক্ষায়। আজ বিসিবি নির্বাচনে ফের সভাপতি হওয়া সময়ের ব্যাপারমাত্র। এই নির্বাচনের আগের দিন অর্থাৎ গতকাল নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানে জানান, অনেক ‘নো বল’ হয়েছে এখানে। এছাড়া আরো বলেন, যোগ্য মনে না করলে যেকোনো মুহূর্তে দায়িত্ব ছেড়ে চলে যাবেন তিনি।

বিজ্ঞাপন

আজ অনুষ্ঠেয় বিসিবি নির্বাচন থেকে ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুল ইসলাম বুলবুল। একই বিভাগ থেকে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। তবে রেদুয়ান গতকাল নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় বুলবুল ও ফাহিমের জয় পাওয়া সুনিশ্চিত। তাদের এই সুনিশ্চিত জয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ আছে। শুধু তাদের নির্বাচিত হওয়ার ক্ষেত্রেই নয়, পুরো বিসিবি নির্বাচনেই তার হস্তক্ষেপের অভিযোগ আছে।

এই ব্যাপারে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা আমাকে সব সময় সহযোগিতা করেছেন, এই কাজটা আমি যে টেনিউরটা কাজ করছিলাম। সো এখানে আমি তাকে একটু ধন্যবাদ জানাতে চাই। একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। তিনি বিভিন্ন ক্যাম্পে, রাত-বিরাত বিভিন্ন জায়গায় গেছেন এবং চেষ্টা করেছেন একটা সুষ্ঠু নির্বাচনের। শুধু তাই নয়, একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি সেই চেষ্টা করছেন তিনি। আর এখানে আমার কাছে ব্যাপারটা ইনফ্লুয়েন্সের মতো কিছুই মনে হয়নি।’

আমিনুল জানিয়ে দেন কাউন্সিলর বা অন্যরা তাকে যোগ্য মনে না করলে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তিনি। বুলবুলের কথায়, ‘আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দেবেন না বা আপনারা যারা আছেন, যদি মনে করেন যে, আই অ্যাম নট গুড এনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম, আমার একটাই লক্ষ্য, বাংলাদেশ ক্রিকেট।’

আজ বিসিবি নির্বাচনে জয় পেলে আমিনুল ইসলাম বুলবুলের জন্য বড় চ্যালেঞ্জ হবে ঢাকার ক্রিকেটকে মাঠে ফেরানো। কারণ ইতোমধ্যে নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকরা সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার হুমকি দিয়ে রেখেছেন। তারা জানিয়েছে, তাদের সঙ্গে আছে ঢাকার ক্রিকেটের ৪৮ ক্লাব। এ নিয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বিশ্বযুদ্ধগুলো হতো না, যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করত। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সবকিছু ক্লিয়ার করার।’ তিনি আরো যোগ করেন, ‘ক্লাবের অবদান অনস্বীকার্য, দেশের ক্রিকেটে তাদের আনবিলিভেবল কন্ট্রিবিউশন আছে। অ্যাকচুয়াল তাদের রোলটা কী, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরব এবং চেষ্টা করব তাদের ম্যানেজ করার জন্য।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত