দিল্লি টেস্ট

ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৯: ৩৯

আহমেদাবাদ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। তাতে ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত। ফল- প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকদের ইনিংস ব্যবধানে জয়। দিল্লি টেস্টেও যেন একই চিত্রনাট্য মঞ্চস্থ হতে যাচ্ছে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে শতক পেয়েছেন এবার শুভমান গিল। সাই সুদর্শন অবশ্য জাদুকরী তিন অঙ্কের কাছাকাছি গিয়েও হতাশ করেছেন ভক্ত-সমর্থকদের। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৫১৮ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত।

বিজ্ঞাপন

দুর্দান্ত ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির আভাস দিয়ে যাচ্ছিলেন জয়সওয়াল। ১৭৩ রানের দুরন্ত এক ইনিংস খেলে প্রথম দিন শেষে অপরাজিত থেকে যান। কিন্তু দ্বিতীয় দিনে নিজের ইনিংস যোগ করতে পেরেছেন মাত্র ২ রান। ২৫৮ বলে ২২ বাউন্ডারিতে ১৭৫ রানের দাপুটে ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন তারকা এ ওপেনার। তবে ক্যাপ্টেন গিল ১২৯* রানে চমৎকার ইনিংস খেলে থেকে যান অপরাজিত। ১৯৬ বলের চোখ ধাঁধানো ইনিংসটি সাজান তিনি ১৬ বাউন্ডারি ও ২ ছক্কার মারে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ধ্রুব জুরেল এ ম্যাচে করেছেন ৪৪ রান। তার সঙ্গে দলীয় স্কোরে ৪৩ রান যোগ করেন নিতীশ কুমার রেড্ডি। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ৩ উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিক্যান।

দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা। দলীয় ২১ রানেই ভাঙে তাদের উদ্বোধনী জুটি। তবে বিপদ কাটিয়ে ১৪০ রান তুলে ফেলেছে রোস্টন চেজের দল। এজন্য অবশ্য উইকেট খুইয়েছে তারা ৪ উইকেট। শাই হোপ (৩১* ব্যাটিং) আর টেভিন ইমলাচের (১৪* ব্যাটিং) ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে সফরকারীরা। ওয়ানডাউনে নামা অ্যালিক অ্যাথানেজের ব্যাট ছুঁয়ে আসে ৪১ রান। আর ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল এনে দেন ৩৪ রান। স্বাগতিকদের জার্সি গায়ে ৩ উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৫১৮/৫ ডি, ১৩৪.২ ওভার (জয়সওয়াল ১৭৫, সুদর্শন ৮৭, রাহুল ৩৮, গিল ১২৯*,নিতীশ ৪৩ ও ধ্রুব ৪৪; ওয়ারিক্যান ৩/৯৮)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৪০/৪, ৪৩ ওভার (অ্যাথানেজ ৪১, ত্যাগনারায়ণ ৩৪, হোপ ৩১*; জাদেজা ৩/৩৭)। *দ্বিতীয় দিন শেষে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত