আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ে শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৪৪
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০১

দাপুটে জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। ডাবলিনে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংলিশরা। অতিথিরা জয়টা পেয়েছে ১৪ বল হাতে রেখে। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রানের পুঁজি গড়ে আইরিশরা। জবাবে ৬ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড। ফিল সল্ট উপহার দেন ৮৯ রানের চমৎকার এক ইনিংস।



সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ১৯৬/৩, ২০ ওভার (টেক্টর ৬১*, টাকার ৫৫, স্টার্লিং ৩৪, অ্যাডায়ার ২৬; আদিল ১/৩৬, ডসন ১/৩৯ ও ওভারটন ১/৪০)।

ইংল্যান্ড: ১৯৭/৬, ১৭.৪ ওভার (সল্ট ৮৯, বাটলার ২৮, স্যাম ২৭, বেথেল ২৪, ব্যান্টন ১১; গ্রাহাম ২/৩৬ ও হ্যামফ্রিস ২/৪৪, টেক্টর ১/২২ ও ডেলানি ১/১৩)।

ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ফিল্ট সল্ট।

সিরিজ: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত