চ্যাম্পিয়নস ট্রফির আগে চাকরি ছাড়লেন পোথাস

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১১: ০৭
নিক পোথাস

চ্যাম্পিয়নয়স ট্রফির আগে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হয়ে এল সহকারী কোচ নিক পোথাসের পদত্যাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ ছাড়া বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ পোথাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কারণে পদত্যাগ করেছেন তিনি।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে ছুটিতে ছিলেন জাতীয় দলের কোচিং স্টাফরা। নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটানোর সময় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন পোথাস।

পারিবারিক কারণে চাকরি ছাড়া পোথাস বলেন, ‘সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’

শুভ কামনা জানিয়ে পোথাস লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত