সাকিবকে মিস করার প্রশ্নে শান্তর উত্তর দুই শব্দে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ২৩

‘জ্বি না’- এই দুই শব্দেই সাকিব আল হাসানকে মিস করবেন কি না উত্তর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর আগে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশ্ন হওয়ায় খানিকটা বিরক্ত হয়েছিলেন তিনি।

রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তার দেশে ফেরা অনিশ্চয়তার মুখে পড়ে। এমন কী বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত জনগণের ক্ষোভের মুখে তা আর হয়নি।

বিজ্ঞাপন

এরই মধ্যে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায়-সাকিবের বোলিং করায় আছে নিষেধাজ্ঞা। সব মিলিয়ে সাকিবকে ছাড়াই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ওই ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস ট্রফির দলে তার জায়গা হয়নি।

সবশেষ সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে বাংলাদেশ দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন সাকিব আল হাসান। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। সমস্যা কাটিয়ে ফের মাঠে ফিরবেন এমন সম্ভাবনাও শূন্যের কোটায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত