নারী ফুটবল

জর্ডানে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২৩: ৩০

এএফসি এশিয়ান কাপ নারী বাছাই পর্বের খেলা সামনে রেখে জর্ডানে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ। এ সিরিজে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য প্রতিপক্ষ খুঁজছিলেন তারা। অনেক যাচাই-বাছাইয়ের পর ত্রিদেশীয় সিরিজে খেলার সিদ্ধান্ত নেয় বাফুফে। এটি কোনো টুর্নামেন্ট নয়, প্রীতি ম্যাচের মতোই। এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়া খেলবে। সিরিজের ম্যাচগুলো হবে জর্ডানের রাজধানী আম্মানে।

সংবাদমাধ্যমের সামনে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এ সিরিজে আমরা দুটি ম্যাচ খেলব। প্রথম ম্যাচ হবে ৩১ মে। দ্বিতীয় ম্যাচ হবে ৩ জুন। দল এখান থেকে ২৭ মে যাবে। আমি পিটারের (নারী দলের কোচ) সঙ্গে বসেছিলাম, সে বলেছে, আমরা যদি আগে যেতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা ওখানে কিছু প্র্যাকটিস করতে পারি। সে কারণে কোচের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়া। জর্ডান ৭৪ আর ইন্দোনেশিয়ার অবস্থান ৯৪। যেখানে বাংলাদেশ রয়েছে ১৩৩ নম্বরে। র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে দুটি দেশের বিপক্ষে খেলেই এশিয়ান কাপ বাছাইয়ে প্রস্তুতি নেবে বাংলাদেশ। কিরণ বলেন, ‘আমরা চেয়েছিলাম, আমাদের দল শক্তিশালী দলের বিপক্ষে খেলুক। তারা তাদের দুর্বলতাগুলো বুঝতে পারুক। কোচও বুঝতে পারুক যে, টিমকে কোন লেভেল থেকে আরো তৈরি করতে হবে। সেটাকে সামনে রেখেই এটা করা। এটা টিমের জন্য ভালো হবে।’


বর্তমানে জাতীয় নারী দলের ক্যাম্প চলছে। তবে অধিনায়ক সাবিনা খাতুনসহ ১০ ফুটবলার ভুটান লিগে খেলতে গেছেন। ত্রিদেশীয় সিরিজে তারা দলে ডাক পাবেন কি না? কিরণ জানালেন, সেটি কোচ পিটার বাটলারের ওপর নির্ভর করছে। তবে খেলোয়াড়রা খেলার মধ্যে থাকায় তাদের নিয়ে সমস্যা হবে না। সর্বশেষ গত মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলেছিল বাংলাদেশ নারী দল। এ দুটি ম্যাচেই হেরেছে তারা। এই ম্যাচে খেলেননি অধিনায়ক সাবিনাসহ বিদ্রোহ করা ১৮ ফুটবলার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত