স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্স থেকে মাঠের দূরত্ব তুলনামূলক অনেকটাই কম। তাতে মাঠে ক্রিকেটারদের শরীরীভাষা বোঝা খানিকটা সহজ হয়। দূর থেকে দেখেই মনে হচ্ছিল ক্রিকেটাররা বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন। কিভাবে এতো বদলে গেল বাংলাদেশ দল? সেই প্রশ্নটাই ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটির দেখা পাওয়া তানজিদ তামিমের কাছে। তিনি স্পষ্টই বলেছেন, স্বাধীনতা পাওয়ায় বদলে গেছে পুরো দল।
প্রশ্ন জাগে তাহলে কী আগে মাঠে নিজেদের স্বকীয়তা বজায় রেখে খেলার সুযোগটা পায়নি বাংলাদেশ দল? সেই প্রশ্নের জবাবেও খানিকটা কূটনৈতিক উত্তর দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। তার কথায়, ‘আসলে অতীতে তো আমি ছিলাম না ড্রেসিংরুমে। না অবশ্যই এখানে আপনাকে যেটা আমি বললাম, টিমের ভেতরে সবার সবার রোলটা দেওয়া আছে এবং সেভাবে ফ্রিডমও দেওয়া আছে। যার যে রোল- কিভাবে মাঠে এক্সিকিউশন করতে পারে সেটা ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে মনে হয় অবশ্যই ফ্রিডম আছে।’
মাঠে আক্রমণাত্মক খেলার স্বাধীনতা নিয়ে তানজিদ তামিমের ভাষ্য ছিল, ‘আমাদের পুরো টিমকে একদম ফ্রিডম দেওয়া হইছে, যে যার মতো খেলতে পারবে। যার যে রোল আছে, সে রোলটা কিভাবে মাঠে এক্সিকিউট করতে পারে, এই জিনিসটা সবার ক্লিয়ার করা আছে টিমের পক্ষ থেকে।’ স্বাধীনতা থাকার পরও উইকেট বিবেচনায় নিয়ে মাঠে খেলছে জানিয়ে তানজিদ আরও বলেন, ‘উইকেট যেমনই হোক না কেন আমরা অ্যাকরডিং দ্য উইকেট খেলতেছি। কারণ- ওইখানেও উইকেট যে কোন কিছু হইতে পারে। এটা নিয়ে আমরা বলতে পারব না, এটার উপর আমাদের কোন হাত নাই। যে রকম সিচুয়েশন আসবে, সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করব, জাস্ট এই জিনিসটা সবাই ট্রাই করতেছে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে বোলারদের দারুণ পারফরম্যান্সে বাংলাদেশের জন্য জয় পাওয়াটা বেশ সহজ হয়েছে। আগে ব্যাটিং করলে ব্যাটাররা নিজেদের প্রমাণের যে সুযোগটা পেতেন সেটা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় যে কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট যার আছে তারা ভাববে। তো এই বিষয়ে আমার আর কিছু বলার নাই।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্স থেকে মাঠের দূরত্ব তুলনামূলক অনেকটাই কম। তাতে মাঠে ক্রিকেটারদের শরীরীভাষা বোঝা খানিকটা সহজ হয়। দূর থেকে দেখেই মনে হচ্ছিল ক্রিকেটাররা বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন। কিভাবে এতো বদলে গেল বাংলাদেশ দল? সেই প্রশ্নটাই ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটির দেখা পাওয়া তানজিদ তামিমের কাছে। তিনি স্পষ্টই বলেছেন, স্বাধীনতা পাওয়ায় বদলে গেছে পুরো দল।
প্রশ্ন জাগে তাহলে কী আগে মাঠে নিজেদের স্বকীয়তা বজায় রেখে খেলার সুযোগটা পায়নি বাংলাদেশ দল? সেই প্রশ্নের জবাবেও খানিকটা কূটনৈতিক উত্তর দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। তার কথায়, ‘আসলে অতীতে তো আমি ছিলাম না ড্রেসিংরুমে। না অবশ্যই এখানে আপনাকে যেটা আমি বললাম, টিমের ভেতরে সবার সবার রোলটা দেওয়া আছে এবং সেভাবে ফ্রিডমও দেওয়া আছে। যার যে রোল- কিভাবে মাঠে এক্সিকিউশন করতে পারে সেটা ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে মনে হয় অবশ্যই ফ্রিডম আছে।’
মাঠে আক্রমণাত্মক খেলার স্বাধীনতা নিয়ে তানজিদ তামিমের ভাষ্য ছিল, ‘আমাদের পুরো টিমকে একদম ফ্রিডম দেওয়া হইছে, যে যার মতো খেলতে পারবে। যার যে রোল আছে, সে রোলটা কিভাবে মাঠে এক্সিকিউট করতে পারে, এই জিনিসটা সবার ক্লিয়ার করা আছে টিমের পক্ষ থেকে।’ স্বাধীনতা থাকার পরও উইকেট বিবেচনায় নিয়ে মাঠে খেলছে জানিয়ে তানজিদ আরও বলেন, ‘উইকেট যেমনই হোক না কেন আমরা অ্যাকরডিং দ্য উইকেট খেলতেছি। কারণ- ওইখানেও উইকেট যে কোন কিছু হইতে পারে। এটা নিয়ে আমরা বলতে পারব না, এটার উপর আমাদের কোন হাত নাই। যে রকম সিচুয়েশন আসবে, সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করব, জাস্ট এই জিনিসটা সবাই ট্রাই করতেছে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে বোলারদের দারুণ পারফরম্যান্সে বাংলাদেশের জন্য জয় পাওয়াটা বেশ সহজ হয়েছে। আগে ব্যাটিং করলে ব্যাটাররা নিজেদের প্রমাণের যে সুযোগটা পেতেন সেটা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় যে কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট যার আছে তারা ভাববে। তো এই বিষয়ে আমার আর কিছু বলার নাই।’
৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
২ মিনিট আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
২৬ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগে