আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাধীনতায় বদলে গেছে খেলার ধরন

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

স্বাধীনতায় বদলে গেছে খেলার ধরন
তানজিদ হাসান তামিম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্স থেকে মাঠের দূরত্ব তুলনামূলক অনেকটাই কম। তাতে মাঠে ক্রিকেটারদের শরীরীভাষা বোঝা খানিকটা সহজ হয়। দূর থেকে দেখেই মনে হচ্ছিল ক্রিকেটাররা বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন। কিভাবে এতো বদলে গেল বাংলাদেশ দল? সেই প্রশ্নটাই ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটির দেখা পাওয়া তানজিদ তামিমের কাছে। তিনি স্পষ্টই বলেছেন, স্বাধীনতা পাওয়ায় বদলে গেছে পুরো দল।



প্রশ্ন জাগে তাহলে কী আগে মাঠে নিজেদের স্বকীয়তা বজায় রেখে খেলার সুযোগটা পায়নি বাংলাদেশ দল? সেই প্রশ্নের জবাবেও খানিকটা কূটনৈতিক উত্তর দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। তার কথায়, ‘আসলে অতীতে তো আমি ছিলাম না ড্রেসিংরুমে। না অবশ্যই এখানে আপনাকে যেটা আমি বললাম, টিমের ভেতরে সবার সবার রোলটা দেওয়া আছে এবং সেভাবে ফ্রিডমও দেওয়া আছে। যার যে রোল- কিভাবে মাঠে এক্সিকিউশন করতে পারে সেটা ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে মনে হয় অবশ্যই ফ্রিডম আছে।’

বিজ্ঞাপন



মাঠে আক্রমণাত্মক খেলার স্বাধীনতা নিয়ে তানজিদ তামিমের ভাষ্য ছিল, ‘আমাদের পুরো টিমকে একদম ফ্রিডম দেওয়া হইছে, যে যার মতো খেলতে পারবে। যার যে রোল আছে, সে রোলটা কিভাবে মাঠে এক্সিকিউট করতে পারে, এই জিনিসটা সবার ক্লিয়ার করা আছে টিমের পক্ষ থেকে।’ স্বাধীনতা থাকার পরও উইকেট বিবেচনায় নিয়ে মাঠে খেলছে জানিয়ে তানজিদ আরও বলেন, ‘উইকেট যেমনই হোক না কেন আমরা অ্যাকরডিং দ্য উইকেট খেলতেছি। কারণ- ওইখানেও উইকেট যে কোন কিছু হইতে পারে। এটা নিয়ে আমরা বলতে পারব না, এটার উপর আমাদের কোন হাত নাই। যে রকম সিচুয়েশন আসবে, সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করব, জাস্ট এই জিনিসটা সবাই ট্রাই করতেছে।’



নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে বোলারদের দারুণ পারফরম্যান্সে বাংলাদেশের জন্য জয় পাওয়াটা বেশ সহজ হয়েছে। আগে ব্যাটিং করলে ব্যাটাররা নিজেদের প্রমাণের যে সুযোগটা পেতেন সেটা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় যে কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট যার আছে তারা ভাববে। তো এই বিষয়ে আমার আর কিছু বলার নাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...