
স্পোর্টস ডেস্ক

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের চার দল চূড়ান্ত হয়েছে। শেষ ও চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। তাদের আগেজায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত খেলে শেষ চারে নিশ্চিত করে ভারত। এই জয়ের ফলে সমান তিনটি করে জয় ও পরাজয়ে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ পয়েন্ট। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা নিজেদের শেষ ম্যাচ জিতলে সমান পয়েন্টে হলেও বেশি জয় পাওয়া দলকে অগ্রাধিকারের ভিত্তিতে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে।
টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত সূচনা করেছিল ভারত। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে চাপের মুখে পড়ে দলটি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।
অন্যদিকে, অস্ট্রেলিয়া এখন পর্যন্ত অপরাজিত দল। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক পরিত্যক্ত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। বাংলাদেশকে হারিয়েই তারা প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয়। দক্ষিণ আফ্রিকা ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ইংল্যান্ড তৃতীয় দল হিসেবে শেষ চারে উঠেছে।
আসরের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর গৌহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের চার দল চূড়ান্ত হয়েছে। শেষ ও চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। তাদের আগেজায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত খেলে শেষ চারে নিশ্চিত করে ভারত। এই জয়ের ফলে সমান তিনটি করে জয় ও পরাজয়ে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ পয়েন্ট। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা নিজেদের শেষ ম্যাচ জিতলে সমান পয়েন্টে হলেও বেশি জয় পাওয়া দলকে অগ্রাধিকারের ভিত্তিতে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে।
টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত সূচনা করেছিল ভারত। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে চাপের মুখে পড়ে দলটি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।
অন্যদিকে, অস্ট্রেলিয়া এখন পর্যন্ত অপরাজিত দল। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক পরিত্যক্ত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। বাংলাদেশকে হারিয়েই তারা প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয়। দক্ষিণ আফ্রিকা ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ইংল্যান্ড তৃতীয় দল হিসেবে শেষ চারে উঠেছে।
আসরের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর গৌহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর।

ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ নারী দল। শুক্রবার ব্যাংককের মাঠে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল দুদল।
২ ঘণ্টা আগে
ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। টানা চার সিরিজ পর ঘুরে দাঁড়ালেও অবশ্য র্যাঙ্কিংয়ে কোনও উন্নতি হয়নি টাইগারদের। ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য অর্জন আরও কঠিন হয়ে গেল।
৮ ঘণ্টা আগে
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসবে হবে নারী এশিয়ান কাপের আসর। বাছাই পর্বের বৈতরণী পেরিয়ে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এরই মধ্যে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে নারী ফুটবল দল।
১১ ঘণ্টা আগে