স্পোর্টস ডেস্ক
প্রতিপক্ষের দুজন পেলেন লাল কার্ড, তবুও আক্রমণে সুবিধা করতে পারল না রিয়াল মাদ্রিদ। গেতাফের বিপক্ষে ম্যাচটি জিততে ঘাম ঝরাতে হয়েছে তাদেরকে। ত্রাতা হয়ে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা একমাত্র গোলে ম্যাচটি ১-০ ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল।
রিয়ালের প্রথমার্ধের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। এই অর্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির পর ভালো খেলে তারা। ম্যাচে সব মিলিয়ে গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে রেয়াল। গেতাফের সাত শটের একটি লক্ষ্যে ছিল।
অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। রদ্রিগোর পাস ধরে বক্সে ঢুকে এমবাপ্পের কোনাকুনি নিচু শট ঠেকান গেতাফে গোলরক্ষক। পরের মিনিটে বক্সের বাইরে থেকে ফরাসি তারকার শট লক্ষ্যে থাকেনি। ৩১তম মিনিটে এমবাপ্পের আরেকটি প্রচেষ্টা ঠেকান প্রতিপক্ষ গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান আলোনসো। ৭৬তম মিনিটে বদলি নামার ৪৪ সেকেন্ড পর মাঝমাঠে ডানদিকে সাইডলাইনের কাছে ভিনিসিউসকে কনুই দিয়ে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখেন নিওম। এরপরই গোল পায় রিয়াল।
আর্দা গিলেরের রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে শট নেন এমবাপ্পে, গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায় বল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন বিশ্বকাপ জয়ী তারকা। এই গোলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ৯ ম্যাচে ৮ জয়ে রিয়ালের পয়েন্ট হলো ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল শিরোপাধারী বার্সেলোনা।
প্রতিপক্ষের দুজন পেলেন লাল কার্ড, তবুও আক্রমণে সুবিধা করতে পারল না রিয়াল মাদ্রিদ। গেতাফের বিপক্ষে ম্যাচটি জিততে ঘাম ঝরাতে হয়েছে তাদেরকে। ত্রাতা হয়ে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা একমাত্র গোলে ম্যাচটি ১-০ ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল।
রিয়ালের প্রথমার্ধের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। এই অর্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির পর ভালো খেলে তারা। ম্যাচে সব মিলিয়ে গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে রেয়াল। গেতাফের সাত শটের একটি লক্ষ্যে ছিল।
অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। রদ্রিগোর পাস ধরে বক্সে ঢুকে এমবাপ্পের কোনাকুনি নিচু শট ঠেকান গেতাফে গোলরক্ষক। পরের মিনিটে বক্সের বাইরে থেকে ফরাসি তারকার শট লক্ষ্যে থাকেনি। ৩১তম মিনিটে এমবাপ্পের আরেকটি প্রচেষ্টা ঠেকান প্রতিপক্ষ গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান আলোনসো। ৭৬তম মিনিটে বদলি নামার ৪৪ সেকেন্ড পর মাঝমাঠে ডানদিকে সাইডলাইনের কাছে ভিনিসিউসকে কনুই দিয়ে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখেন নিওম। এরপরই গোল পায় রিয়াল।
আর্দা গিলেরের রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে শট নেন এমবাপ্পে, গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায় বল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন বিশ্বকাপ জয়ী তারকা। এই গোলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ৯ ম্যাচে ৮ জয়ে রিয়ালের পয়েন্ট হলো ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল শিরোপাধারী বার্সেলোনা।
খেলা ছিল এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে। যেটা কিনা এখন বার্সেলোনার ঘরের মাঠ। আর কাতালানদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচ হবে একপেশে।
১ ঘণ্টা আগেলেস্টার যেবার রূপকথার জন্ম দিল, ওই বছরই চতুর্থ টায়ারে নেমে যাওয়ার শঙ্কায় ছিল সুইডেনের ক্লাব মিয়ালবির। ৯ বছর পর রথ চলল উল্টো পথে; লেস্টার ইপিএল থেকে অবনমিত হয়েছে আর মিয়ালবির হাতে উঠল শিরোপা। তাও প্রথমবারের মতো মেজর কোনো শিরোপা।
৩ ঘণ্টা আগেআইসিসি নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য আসরে টিকে থাকার। বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২০২ রানে গুটিয়ে দিয়েও শেষের ব্যাটিং বিপর্যয়ে ৭ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।
৫ ঘণ্টা আগেব্রায়ান লারার ব্যাটিংয়ের ভক্তের অভাব নেই। তার ব্যাক ফুট ড্রাইভ, কাভার ড্রাইভ কিংবা পুল এবং হুক শট যে কারো চোখ জুড়িয়ে দিত। পায়ের কাজটা যেকোনো ব্যাটারের কাছে স্বপ্নের মতো। ক্যারিবিয়ান কিংবদন্তির পায়ের কাজকে ব্যাখ্যা করতে গিয়ে কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে টেনে আনলেন আরেক মহাতারকা শচিন টেন্ডুলকার।
৭ ঘণ্টা আগে