৫০ ওভার ব্যাটিংয়ের তাগাদা মিরাজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২: ২৫

ওয়ানডে ক্রিকেট একসময় দুর্দান্ত দল ছিল বাংলাদেশ। এই ফরম্যাটকেই ধরা হতো বাংলাদেশের শক্তি। এই ফরম্যাটে ২০১৫ সালের পর প্রাপ্তিও কম নয়। অথচ সময়ের ব্যবধানে পরিস্থিতি এতোটাই নাজুক হয়েছে যে, আফগানিস্তানের কাছেও হতে হলো হোয়াইটওয়াশ! দলের এমন দশায় ৫০ ওভার ব্যাটিং করার আকুতি ফুটে উঠল ওয়ানডে অধিনায়ক মিরাজের কণ্ঠে।

আবুধাবিতে গতকাল ২০০ রানে ম‌্যাচ হেরেছে বাংলাদেশ। যা আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় বড় জয়। বাংলাদেশকে তারা ৯৩ রানে অলআউট করেছে। একমাত্র সাইফ হাসান বাদে কেউ দুই অঙ্কে যেতে পারেননি। বাকিরা ছিলেন নিষ্প্রভ। উইকেটে গিয়েছেন, খাবি খেয়েছেন, ফিরে এসেছেন।

এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে গিয়ে মিরাজ আগে ৫০ ওভার ব্যাটিংয়ের কথাই বলছেন। আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতেই কোনোটিতেই ৫০ ওভার ব‌্যাটিং করতে পারেনি দল। ৯৩ রানে অলআউট হওয়া ম‌্যাচে ২৭.১ ওভার ব‌্যাটিং করতে পেরেছে দল।

পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ ঘুরেফিরে বারবার নিজেদের ব‌্যাটিংকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, 'আমরা স্বীকার করছি যে, আমরা এই সিরিজে ভালো খেলিনি। আমরা রান পাচ্ছি না, আমাদের সুযোগ ছিল কিন্তু তা কাজে লাগাতে পারিনি। সবাই মেনে নিয়েছে যে আমরা ভালো খেলছি না।'

'প্রতিপক্ষের বোলিং আক্রমণ ভালো কিন্তু আমাদের তা সামলাতে হবে। আমরা বিশেষ কিছু জায়গা নিয়ে চিন্তিত, যেমন অনেক বেশি উইকেট নষ্ট করা। আমাদের টপ এবং মিডল অর্ডারে এবং তারপর শেষের দিকে দায়িত্ব নিতে হবে। আমরা কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে কথা বলব। আমাদের ৫০ ওভার খেলতে হবে, শেষ দুই ম্যাচে আমরা তা করতে পারিনি।' - যোগ করেন বলেছেন মিরাজ।

৫০ ওভার ব্যাটিং করার সুযোগ সামনে পাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে ১৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এবার দেখার বিষয়, ক্যারিবীয়দের বিপক্ষে অধিনায়কের চাওয়া রাখতে পারেন কিনা তাওহীদ হৃদয়-সাইফ হাসানরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত