দরকার ছিল মাত্র ১ রান। সেই রানটি নিয়ে বহুল কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে গেছেন বিরাট কোহলি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রানের অভিজাত ক্লাবে নাম লিখেছেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।
দিল্লির জার্সি গায়ে দারুণ এই কীর্তি গড়েছেন বিজয় হাজারে ট্রফিতে। অন্ধ্র প্রদেশের বিপক্ষে নিজের ব্যক্তিগত ইনিংসটাকে নিয়ে গেছেন ১০১ বলে ১৩১ রানের স্কোরে। তার দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সে দিল্লি জিতেছে ৪ রানে। বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রান সংগ্রহের কীর্তি গড়েছেন কোহলি।
শচীন টেন্ডুলকারের (২১ হাজার ৯৯৯ রান) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এ উচ্চতায় পৌঁছেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন তার রান ১৬ হাজার ১৩০। তাতে টপকে গেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়াকে (১৬ হাজার ১২৮ রান)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

