গ্রুপ পর্বের লড়াই শেষ। এশিয়া কাপ রাইজিং স্টারসে এবার ফাইনালে উঠার লড়াই। সেই লক্ষ্যটা সামনে রেখে আজ ভারত এ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এ দল। দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে।
বাংলাদেশ এর আগে টুর্নামেন্টটির ফাইনালে খেলেছিল ২০১৯ সালে ঘরের মাঠে। তবে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল দেশের ছেলেরা। এবার ফের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেওয়ার সুযোগ।
তবে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস আর শ্রীলঙ্কা এ দল। দিবা-রাত্রির এ ম্যাচ একই মাঠে গড়াবে রাত ৮টা ৩০ মিনিটে।

