উল্টো আইসিসির কাঠগড়ায় এখন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২: ০০
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৭

অ্যান্ডি পাইক্রফটকে কাঠগড়ায় তুলে পাকিস্তান এখন বিপদের মুখে। নিয়ম ভেঙে নতুন সমস্যায় পড়েছে তারা। উল্টো এখন আইসিসির কাঠগড়ায় দেশটি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে ক্ষুব্ধ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পিসিবিকে চিঠি পাঠিয়েছেন আইসিসির সিইও সংযোগ গুপ্ত।

বিজ্ঞাপন


পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। হ্যান্ডশেক বিতর্কের জেরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে মহাদেশীয় টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান। কিন্তু তাদের সেই অনুরোধ রাখেনি আইসিসি। গত বুধবার পাকিস্তান-ওমান ম্যাচের আগে পাইক্রফটের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ও প্রধান কোচ মাইক হেসন। সেই বৈঠকের ভিডিও ধারণ করেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি। সেই বৈঠকের ভিডিও ছাড়ে পিসিবি। এ কারণেই আইসিসির রোষানলে পড়েছে পাকিস্তান। এই বৈঠকের কারণে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। মাঠের উদ্দেশে হোটেল ছাড়ে তারা দেরি করে।


আইসিসির এক সূত্র সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’ নিয়ম ভেঙেছে। যদিও পাকিস্তান বলছে, তারা কোনো নিয়ম ভাঙেনি। কোনো টুর্নামেন্ট চলাকালে সেই এলাকায় ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়াল ছাড়া কারো প্রবেশাধিকার নেই। টসের সময় যে বিতর্ক হয়েছিল সেটা সমাধানের জন্যই বৈঠকটা হয়েছিল। কিন্তু পাকিস্তান তাদের মিডিয়া ম্যানেজারকে বৈঠকে নিয়ে যায়। তিনি মোবাইলে ভিডিও করার চেষ্টা করেন। আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান তাকে রুখেছিলেন। মিডিয়া ম্যানেজারকে বৈঠকে না ঢুকতে দিলে আমিরাতের বিপক্ষে না খেলার হুমকি দেয় পাকিস্তান। এ কারণে তাকে ঢুকতে দেওয়া হয়। সেখানে থেকে ভিডিও করেন নাঈম।


রোববার সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তার আগে আইসিসি তাদের কোনো শাস্তি দেয় কি না, সেটাই এখন দেখার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত