বিস্তর ফারাক দেখছেন গাভাস্কার

ভারত ‘বি’ দলকে হারাতে ঘাম বেরিয়ে যাবে পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৫৯

পাকিস্তান এবং ভারতের মধ্যকার লড়াইয়ে এখন আর আগের মতো টানটান উত্তেজনা নেই। এর একমাত্র কারণ পাকিস্তানের অবনতি। মাঠের খেলায় ম্যান ইন গ্রিনরা আগের মতো শক্তি দেখাতে না পারায় ঐতিহাসিক লড়াইয়ে এখন ভারতের জয়ই যেন শেষ কথা। শক্তির বিচারে বিস্তর ফারাক তৈরি হওয়ায় ভারত ‘বি’ দলকে হারাতেও রীতিমতো ঘাম বের হয়ে যাবে পাকিস্তানের, এমনটাই মনে করছেন কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ও ভারতের মধ্যকার লড়াই নিয়ে চরম উত্তেজনা ও আগ্রহ ছিল সবার মাঝে। কিন্তু মাঠের খেলায় প্রতিবেশীদের কাছে আত্মসমর্পন করে ভক্তদের হতাশ করেছে মোহাম্মদ রিজওয়ানরা। হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। টানা ২ হারে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।

বিজ্ঞাপন

পাকিস্তান এবং ভারতের বর্তমান বাস্তবতা নিয়ে গাভাস্কার বলেন, ‘ভারত ‘বি’ দল পাকিস্তানের ঘাম ছুটিয়ে ছাড়বে। ‘সি’ দল পারবে কিনা সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারব না। তবে এই ফর্ম নিয়ে ভারত ‘বি’ দলকেই হারাতেই অনেক কষ্ট হয়ে যাবে পাকিস্তানের।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত