শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে পারবে তো বাংলাদেশ?

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৭: ২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৭: ২৯

মেহেদি হাসান মিরাজের বিদায়ের মধ্য দিয়ে দলীয় ১২৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে আসেন শামিম হোসেন পাটোয়ারি। লিটন কুমার দাসের পরিবর্তে এই বাঁহাতি ব্যাটারকে একাদশে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ক্রিজে সেট হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি শামিম।

আসিথা ফার্নান্দোর করা ইনিংসের ২৯তম ওভারের পঞ্চম বলে জানিথ লিয়ানাগের হাতে ধরা পড়েন শামিম। তার আগে ২৩ বলে ২২ রান করেন এই লোয়ার অর্ডার ব্যাটার। দলীয় ১৫৯ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ৫ উইকেট হারানোর পর বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ক্রিজে টিকে আছেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে চাইলে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে এই দুজনকে। এই রিপোর্ট লেখার সময় হৃদয় ৩০ ও জাকের ৮ রানে ব্যাট করছেন।

এর আগে দলীয় ১০ রানে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। ৭ রান করেন বাঁহাতি ওপেনার। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন। শান্ত ১৪ রানে ফিরলে এই জুটি ভাঙে। অন্যপ্রান্তে দারুণ ব্যাটিং করে ফিফটি তুলে নেন ইমন। তার ইনিংস থামে ৬৭ রানে।

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত