স্পোর্টস রিপোর্টার
মেহেদি হাসান মিরাজের বিদায়ের মধ্য দিয়ে দলীয় ১২৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে আসেন শামিম হোসেন পাটোয়ারি। লিটন কুমার দাসের পরিবর্তে এই বাঁহাতি ব্যাটারকে একাদশে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ক্রিজে সেট হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি শামিম।
আসিথা ফার্নান্দোর করা ইনিংসের ২৯তম ওভারের পঞ্চম বলে জানিথ লিয়ানাগের হাতে ধরা পড়েন শামিম। তার আগে ২৩ বলে ২২ রান করেন এই লোয়ার অর্ডার ব্যাটার। দলীয় ১৫৯ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ৫ উইকেট হারানোর পর বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ক্রিজে টিকে আছেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে চাইলে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে এই দুজনকে। এই রিপোর্ট লেখার সময় হৃদয় ৩০ ও জাকের ৮ রানে ব্যাট করছেন।
এর আগে দলীয় ১০ রানে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। ৭ রান করেন বাঁহাতি ওপেনার। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন। শান্ত ১৪ রানে ফিরলে এই জুটি ভাঙে। অন্যপ্রান্তে দারুণ ব্যাটিং করে ফিফটি তুলে নেন ইমন। তার ইনিংস থামে ৬৭ রানে।
মেহেদি হাসান মিরাজের বিদায়ের মধ্য দিয়ে দলীয় ১২৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে আসেন শামিম হোসেন পাটোয়ারি। লিটন কুমার দাসের পরিবর্তে এই বাঁহাতি ব্যাটারকে একাদশে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ক্রিজে সেট হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি শামিম।
আসিথা ফার্নান্দোর করা ইনিংসের ২৯তম ওভারের পঞ্চম বলে জানিথ লিয়ানাগের হাতে ধরা পড়েন শামিম। তার আগে ২৩ বলে ২২ রান করেন এই লোয়ার অর্ডার ব্যাটার। দলীয় ১৫৯ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ৫ উইকেট হারানোর পর বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ক্রিজে টিকে আছেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে চাইলে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে এই দুজনকে। এই রিপোর্ট লেখার সময় হৃদয় ৩০ ও জাকের ৮ রানে ব্যাট করছেন।
এর আগে দলীয় ১০ রানে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। ৭ রান করেন বাঁহাতি ওপেনার। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন। শান্ত ১৪ রানে ফিরলে এই জুটি ভাঙে। অন্যপ্রান্তে দারুণ ব্যাটিং করে ফিফটি তুলে নেন ইমন। তার ইনিংস থামে ৬৭ রানে।
পাকিস্তানের বিপক্ষে আগের ২২ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। বিপরীতে ১৯ ম্যাচে শেষ হাসি হেসেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এমন নাজুক পরিসংখ্যানে যে কেউ সালমান আলি আগার দলকে এগিয়ে রাখবেন।
২ মিনিট আগেটানা ৫ ম্যাচে জোড়া গোল করে সিনসিনাটির বিপক্ষে নিজের ছায়া হয়ে ছিলেন লিওনেল মেসি। যদিও সেরা ছন্দে ফিরতে বেশি সময় নেননি।
৩৮ মিনিট আগেমার্কাশ রাশফোর্ডের বার্সেলোনায় যোগ দেওয়া এখন সময়ের ব্যবধান মাত্র। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল ইউরোপিয়ান ফুটবলে। অবশেষে অবশেষে রাশফোর্ডকে নিজেদের করে পেতে যাচ্ছে কাতালানরা। যদিও এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রাশফোর্ড।
২ ঘণ্টা আগেনারী ইউরোর শেষ চারে জায়গা করে নিয়েছে জার্মানি। নাটকীয়তায় ভরা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৬-৫ গোলে হারিয়েছে জার্মান মেয়েরা। তাদের এই জয়ের নায়ক ক্যান্সার থেকে বেঁচে ফেরা অ্যান ক্যাথরিন বার্গার। টাইব্রেকারে ফ্রান্সের দুটি শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক।
৩ ঘণ্টা আগে