উইজডেনের সেরা বুমরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৬: ০০
জাসপ্রিত বুমরা

মাঠের ক্রিকেটে ২০২৪ সালটা দারুণ কেটেছে জাসপ্রিত বুমরার। ২০ এর কম গড়ে টেস্টে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করেন ভারতীয় এ ফাস্ট বোলার। লাল বলের ক্রিকেটে ১৩ ম্যাচ খেলে পেয়েছেন ৭১ উইকেট। সঙ্গে প্রিয় মাতৃভূমিকে এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। পুরো আসরে ৮ ম্যাচে নেন ১৫ উইকেট।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্টে ৩২ উইকেট নেন বুমরা। সফরে তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। এমন দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ২০২৫ সালের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন জাসপ্রিত বুমরা। দারুণ পারফরম্যান্সে ভারতের এ তারকা পেসার নির্বাচিত হয়েছেন উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের সম্পাদক লরেন্স বুথ বুমরাহকে নিয়ে লিখেছেন, ‘সে (বুমরা) খুবই ভয়ংকর, চ্যালেঞ্জ হিসেবে অনন্য, তার বিপক্ষে করা রানগুলোকে দ্বিগুণ করে বিবেচনা করা উচিত...সর্বকালের সেরা হওয়ার দাবিটা সে উত্থাপন করেছে।’

নারীদের ক্যাটাগরিতে লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ডের স্বীকৃতি পেয়েছেন ভারতের আরেক তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। গত বছর ক্রিকেটের তিন ফরম্যাটে মিলিয়ে ১ হাজার ৬৫৯ রান সংগ্রহ করেন মান্ধানা। নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। মান্ধানা সেঞ্চুরি হাঁকিয়েছেন চারটি। যা একটি রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১৪৯ রানের চমৎকার ইনিংস উপহার দেন মান্ধানা।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরানকে লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত করেছে উইজডেন অ্যালমানাক। মঙ্গলবার প্রকাশিত হয়েছে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে বছরের সেরা পাঁচ ক্রিকেটার হয়েছেন সারেকে টানা তৃতীয় কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতানো গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ ও ড্যান ওরালের সঙ্গে রয়েছেন হ্যাম্পশায়ারের লিয়াম ডসন ও ইংল্যান্ড নারী দলের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত