বিপিএলের টিকিট বিক্রিতে লাভ ৩ কোটি!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩১ মে ২০২৫, ২০: ৪৩

বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন টিকিট বিক্রি থেকে বিসিবির আয় ছিল ১২ কোটি টাকা। সেখান থেকে দলগুলোকে নির্দিষ্ট অঙ্কের রাজস্ব ভাগ করে দিয়েছে বিসিবি। এ ছাড়া অন্যান্য খরচ শেষে বিপিএলের টিকিট বিক্রি থেকে আয় ৩ কোটি টাকা। বিসিবির বোর্ডসভা শেষে এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার রহমান মিঠু।

বিপিএলের ১১তম আসরের শীর্ষ চার দলকে ৫৫ লাখ টাকা করে ও শেষ তিন দলকে ৪৫ লাখ টাকা করে রাজস্ব দেওয়া হবে বলে জানান তিনি। এর জন্য অবশ্য দলগুলোকে ক্রিকেটার ও স্টাফদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে বলে জানিয়ে দেন। এখন পর্যন্ত চ্যাম্পিয়ম ফরচুন বরিশাল পুরো পারিশ্রমিক পরিশোধ করায় তারাই এখন শুধুমাত্র রাজস্বের ভাগ পাচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া আগামীবার থেকে বিপিএল থেকে কেমন লাভ আসবে সেটার একটা রূপরেখা তৈরি করেছে বিসিবি। স্পনসর ও অন্যান্যখাত থেকে আয় সব মিলিয়ে ২০ কোটি হলে বিসিবি ৭৫ টাকা লাভ করবে বলে জানান ইফতেখার মিঠু। বিপিএলের সবশেষ আসরে কোনো লাভ হয়নি বলেও জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত