স্পিন দুর্গেও ভালো করার অপেক্ষায় মিরাজ-রিশাদরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২৩: ০০

মিরপুরে প্রথম ওয়ানডের উইকেট নিয়ে ছিল তুমুল সমালোচনা। চিরায়িত স্পিন ট্র্যাকে আজ ফের মাঠে নামবে বাংলাদেশ। অন্তত গতকাল ম্যাচের আগে বাংলাদেশ দলের অনুশীলন দিয়েছে সেই বার্তা। সেন্টার উইকেটে ম্যাচ সিনারিও পরিবেশ তৈরি করে নিজেদের প্রস্তুতি সেরেছে। এর অংশ হিসেবে স্পিনাররা নিজেদের বোলিং নিয়ে করেছেন পরীক্ষা-নিরীক্ষা। পাশাপাশি ব্যাটারদের জন্য ম্যাচ সিনারিও পরিবেশে ছিল বিভিন্ন ধরনের ফিল্ডিং সেটাপ। এমন অনুশীলনের ব্যাখ্যায় ফিল্ডিং কোচ মুশতাক আহমেদ বলেন, ‘এই প্রস্তুতি ছিল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার জন্য।’ এই প্রস্তুতিই জানান দেয়, স্পিন দুর্গেও ভালো করার টোটকা খুঁজছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ওয়ানডেতে ৭৪ রানের বড় জয় পেলেও ম্যাচে বাংলাদেশ খুব ভালো খেলেছেÑএমনটা বলার সুযোগ খুবই নগণ্য। বোলিংয়ে রিশাদ হোসেন-মেহেদি হাসান মিরাজরা ওই যা করেছেন। ব্যাটিংয়ের নাজুক পরিস্থিতি বেশ ভালোভাবেই চোখে লেগেছিল। সেই ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টায় গতকাল প্রস্তুতিতে বেশ মনোযোগী দেখা গিয়েছিল বাংলাদেশি ব্যাটারদের। ম্যাচ পরিস্থিতি তৈরি করে প্রস্তুতি নিয়েছে তারা। এ নিয়ে কোচ মুশতাকের ভাষ্য ছিল, ‘আমরা নেট প্রস্তুতিতে ম্যাচের আবহ তৈরির চেষ্টা করেছি। এটা ব্যাটারদের মাসল মেমোরির উন্নতিতে বেশ কাজে দেবে। বোঝানোর চেষ্টা করা হয়েছে মাঝের ওভারে সিঙ্গেল কতটা গুরুত্বপূর্ণ। সে কারণে স্পিনাররা নিজেদের মতো করে ফিল্ড পজিশন তৈরি করেছে। এই সেশনটা একদম ম্যাচের মতো ছিল।’

বিজ্ঞাপন

গতকাল অনুশীলনের পুরোটা সময় সেন্টার উইকেটে বোলিং করেছে স্পিনাররা। মূলত, মূল উইকেট ও অনুশীলন উইকেটে মিল থাকায় মূল মাঠে হয়েছে তাদের অনুশীলন। এ নিয়ে মুশতাকের ভাষ্য ছিল, ‘ফিল্ড পজিশনের ক্ষেত্রে আপনাকে খুবই চতুর হতে হবে। কখনো কখনো শুধু ফিল্ডার ঠিক জায়গায় রাখলেই ব্যাটসম্যানকে আউট করা যায়। কোনো ব্যাটসম্যান সামনে পায়ে বেশি খেলে, নাকি পেছনে, সেটা বুঝে গতি নিয়ন্ত্রণ করতে হয়। ৮৫ কিলোমিটারে বল করবেন, নাকি ৯০-এর ওপরে—এসব তথ্য আমরা দিয়েছি, বাকিটা ওদের কাজ।’

ফিল্ডিং ও বোলিং নিয়ে লম্বা সময় কাজ করা বাংলাদেশ দল গতকাল প্রস্তুতিতে কাজ করেছে ব্যাটারদের নিয়েও। সেখানে চোখে পড়েছে ছোট ব্যাট নিয়ে প্রস্তুতি নিয়েছেন ব্যাটাররা। মূলত স্পিনারদের বিপক্ষে ভালো খেলার লক্ষ্যে এমন ছোট ব্যাট দিয়ে নিজেদের প্রস্তুতি সেরেছেন সাইফ হাসান-সৌম্য সরকাররা। এ নিয়ে মুশতাক বলেন, ‘টার্নিং উইকেটে ফুটওয়ার্ক ঠিকঠাক না থাকলে স্পিনারদের বলে আউট হতে হয়। এই প্রস্তুতি বল দেরিতে খেলতে সাহায্য করবে।’

ভালো খেলার এই টোটকাগুলো আজ ম্যাচে কতটুকু কাজ করবে সেটাই এখন দেখার অপেক্ষা!

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত