ব্রিটজকে মানেই বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৫: ৩৮

টি-টোয়েন্টি ও টেস্টে পথচলার শুরুটা আরো আগে হলেও দক্ষিণ আফ্রিকার জার্সিতে ম্যাথু ব্রিটজকের ওয়ানডে অভিষেক হয় গত ফেব্রুয়ারিতে। এই সংস্করণে শুক্রবার (২২ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের চতুর্থ একদিনের ম্যাচ খেলতে নেমেছেন তিনি। এই ৪ ম্যাচের প্রতিটিতেই কোনো না কোনো রেকর্ড গড়েছেন তিনি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৭৭ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। কুইন্সল্যান্ডে সফরকারীদের লড়াকু পুঁজি পেতে সবচেয়ে বেশি অবদান রাখেন ব্রিটজকে। ৭৮ বলে ৮ চার ও ২ ছয়ের সাহায্যে ৮৮ রানের ইনিংস খেলেন এই টপঅর্ডার ব্যাটার।

বিজ্ঞাপন

তাতেই ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে প্রথম ৪ ম্যাচেই অর্ধশতকের রেকর্ড গড়লেন ব্রিটজকে। এই সংস্করণের প্রথম ৪ ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি- ৩৭৮ রান। তালিকার দুইয়ে আছেন টেম্বা বাভুমা। ক্যারিয়ারের প্রথম ৪ ওয়ানডেতে ২৮০ রান করেন এই প্রোটিয়া ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে গত ১০ ফেব্রুয়ারি ওয়ানডে অভিষেক হয় ব্রিটজকের। সে ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। যেটা ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস।

আগের রেকর্ডটি ছিল ডেসমন্ড হেইন্সের দখলে। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার।

ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রানের ইনিংস উপহার দেন ব্রিটজকে। তাতেই প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ২ ম্যাচে ২০০ রান করার কৃতিত্ব দেখান তিনি- ২৩৩ রান।

সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচে ৫৭ রানের ইনিংস খেলেন ব্রিটজকে। তাতেই ওয়ানডের ইতিহাসে প্রথম ৩ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন ২৬ বছর বয়সী ক্রিকেটার- ২৯০ রান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত