রিটায়ার্ড আউট হয়ে রেকর্ডবুকে চেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৮: ৪৩
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৮: ৪৯

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে চাহিদা মিটিয়ে রান তুলতে পারছিলেন না রোস্টন চেজ। তাই রিটায়ার্ড আউট হন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। তাতেই আইসিসির পূর্ণ সদস্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউটের রেকর্ড গড়লেন চেজ।

ফ্লোরিডার লডারহিলে পাকিস্তানের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৩তম ওভারের শেষ বলে আলিক আথানেজ আউট হলে ক্রিজ আসেন চেজ। শেষ ৪২ বলে জয়ের জন্য দলটির দরকার তখন ৮০ রান।

বিজ্ঞাপন

এমন সমীকরণে মারমার কাটকাট ক্রিকেট খেলতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু সেটা করতে পারেননি চেজ। তাই হারিস রউফের করা ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিনি। মাঠ ছাড়ার আগে ১২ বলে ১৫ রান করেন চেজ।

চেজ মাঠ ছাড়ার সময় ১৮ বলে ৪১ রানের সমীকরণ ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। এই কঠিন সমীকরণ মেলাতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৩ রানে হারার পাশাপাশি সিরিজও হাতছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত