আত্মতৃপ্তিতে ভুগছেন না শামীম

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৪: ৩৯

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ৫০ বলে ৭৬ রান করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে লিটন দাসের হাতে। ম্যাচসেরা লিটনকে যোগ্য সঙ্গ দেন শামীম পাটোয়ারীর অবদানও কোনো অংশে কম নয়। ঝড়ো ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। ম্যাচশেষে জানান, এমন পারফরম্যান্সের পর তিনি আত্মতৃপ্তিতে ভুগছেন না।

২৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৮ রান করেন শামীম। তার ব্যাটিং ঝড়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পায় ১৭৭ রানের বড় সংগ্রহ। ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও ছিলেন নজরকাড়া। দ্বিতীয় ওভারে দারুণ এক থ্রোতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা লঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকে আউট করেন শামীম। এরপর শরিফুল ইসলামের করা ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে আভিষ্কা ফার্নান্দোর ক্যাচ লুফে নেন। ম্যাচটিতে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেও মাটিতেই পা রাখছেন শামিম।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন সিরিজে সমতায় ফিরেছি। ফিল্ডিংয়ে রান আউট অনেক গুরুত্বপূর্ণ ছিল। এসব তো আমাদের প্রতিদিনের কাজ। এতে খুশি হওয়ার কিছু নেই।’

নিজের ব্যাটিং নিয়ে শামীমের ভাষ্য ছিল, ‘আমি যখনই ব্যাটিংয়ে যাই, পরিকল্পনা থাকে যেন ইতিবাচক থাকতে পারি। যে কারোরই ঝুঁকি নিতে হবে। তাই আমি নিজ দায়িত্বে ঝুঁকিটা নিয়ে ফেলি। আমি সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করি। টি-টোয়েন্টি খেলাটাই আসলে এমন। যত বেশি ইতিবাচক থাকা যায় তত বেশি ভালো।’

ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। আগামী পরশু সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের ওই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত