আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইনজুরিতে অনিশ্চিত জিসানের ডিপিএল খেলা!

স্পোর্টস রিপোর্টার

ইনজুরিতে অনিশ্চিত জিসানের ডিপিএল খেলা!

অনুশীলনের সময় গোড়ালির চোটে পড়েছিলেন তরুণ ওপেনার জিসান আলম। সেই চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথমদিকের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বিসিবির মেডিক্যাল বিভাগের এক কর্মকর্তা।

বিজ্ঞাপন

বিপিএলের পর ডিপিএলের প্রস্তুতির সময় এই ইনজুরিতে পড়েন জিসান। এর ফলে আপাতত মাঠের বাইরে আছেন তিনি। আপাতত তিন সপ্তাহের জন্য বিশ্রামে রাখা হয়েছে। তবে তিন সপ্তাহ পরেই মাঠে ফিরতে পারবেন এমন নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। বিষয়টি জানিয়ে বিসিবির মেডিক্যাল বিভাগের ওই কর্মকর্তা বলেন, ‘আপাতত তিন সপ্তাহের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপরে তার অবস্থা বোঝা যাবে। তখনই আমরা বলতে পারব, কবে নাগাদ জিসান মাঠে ফিরবেন।’

ফলে আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলে জিসানকে পাচ্ছে না আবাহনী। দলের গুরুত্বপুর্ণ এই সদস্যকে হারিয়ে খানিকটা হতাশ দলটি। তবে আপাতত তাকে ছাড়াই ডিপিএল শুরুর প্রস্তুতি নিচ্ছে আবাহনী। দলটির আশা ডিপিএলের শেষদিকে অথবা সুপার লিগ থেকে পুরোপুরি ফিট জিসানকে পাওয়া যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন