আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিরে আনন্দিত

আরও অনেকদিন খেলতে চান নাসির

স্পোর্টস রিপোর্টার
আরও অনেকদিন খেলতে চান নাসির

‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করে দেড় বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন নাসির হোসেন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরের দিনই মাঠে নেমেছেন নাসির হোসেন। রূপগঞ্জ টাইগার্সের জার্সি গায়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ। খুব উজ্জ্বল পারফরম্যান্স করেছেন বলা যাবে না। তবে প্রত্যাবর্তনটা দারুণ হয়েছে সেটা নিশ্চিত করেই বলা যায়। বল হাতে ৩১ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১১ বলে করেছেন ৯ রান।

ফেরার দিনে সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছেন নাসির হোসেন। সেখানে জানান তিনি আনন্দিত মাঠে ফিরতে পেরে। পাশাপাশি জানিয়ে দেন, যতদিন চাহিদা থাকবে ক্রিকেট খেলে যাবেন। পাশাপাশি তার বিশ্বাস ফের জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারবেন।

বিজ্ঞাপন

দেড় বছর মাঠের বাইরে থাকা নাসির জানান, এই সময়ে ক্রিকেটকে মিস করেছেন। তবে পরিবারের সঙ্গে থাকায় ভালো ছিলেন। তার কথায়, ‘অবশ্যই (ফিরে) ভালো লাগছে। যেই জিনিসটা মিস করছিলাম, ক্রিকেট খেলা। তাই অবশ্যই খুব ভালো লাগতেছে অনেক দিন পর ক্রিকেট খেলে। এই তো! দেড় বছর বাইরে ছিলাম। বিন্দাস ছিলাম। আর কী বলব (হাসি)। পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম আলহামদুলিল্লাহ্‌। খেলা মিস করেছি ঠিক আছে। তবে পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম।’

দেড় বছর পর ফের নতুন করে ক্রিকেট শুরু করা নাসির জানান সবকিছুই নতুন নতুন লাগছিল। তিনি বলেন, ‘অভিষেক ম্যাচের মতো মনে হয়নি। তবে অনেক কিছু নতুন নতুন লাগছিল। খেলার আগে যে প্রস্তুতি ছিল, প্রায় দেড় বছর পর আবার সেই প্রস্তুতি নিলাম। লাগেজ গোছান, ব্যাগ গোছান- অবশ্যই একটু নতুন লাগছিল। ভালোই লাগছিল যে এত দিন পর খেলব। যদি ভালো পারফর্ম করতে পারতাম, আরেকটু ভালো লাগত।’

সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকায় শেষ দুই বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন না নাসির। এর জন্য নিজেকে ভাবছেন দূর্ভাগা। তার কথায়, ‘মানুষ চাইলে সব কিছুই পারে। ফিরে আসা বলতে... দেড় বছর তো। আমি একটু আনলাকি এই কারণে বলব যে, আমার দেড় বছর যেখান থেকে শুরু হয়েছে আমি দুইটা মৌসুম মিস করে ফেলেছি। দুইটা বিপিএল আর এটাসহ দুইটা প্রিমিয়ার লিগ। তাই এদিক থেকে আমি আনলাকি। যদি একটা মিস হতো, তাহলে ঠিক ছিল।’

এ ছাড়া মাঠের বাইরের বিষয়গুলোও নিয়ে কথা বলেছেন এই অলরাউন্ডার। কারণ, ক্যারিয়ারজুড়ে যে সবসময় তার সঙ্গী হয়েছে বিতর্ক। তার কথায়, ‘কেয়ারফুল আমি আলহামদুলিল্লাহ্‌ যেমন ছিলাম, ভালোই ছিলাম। খেলাধুলা নিয়ে কোনো অভিযোগ ছিল না। ইনডিসিপ্লিন ছিলাম না। খেলাধুলায় ফাঁকি মেরেছি- তাও নয়। আর আমার জীবন আমি কীভাবে লিড করব সেটা আমার ব্যাপার। আমার জীবন তো আপনারা বলে দেবেন না। আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি। আমি যদি মাঠের ক্রিকেটে কোনো কিছু খারাপ করে থাকি, তখন আপনারা বলতে পারেন।’ তিনি আরও যোগ করেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আমার একটা সন্তান আছে। পরিবার আছে। সুখে আছি। ভালো আছি। যাদের নাম হয়, তাদের বদনামও হয়। এটাই স্বাভাবিক। আর এখন তো আমরা অনলাইন মিডিয়ায় নিজেদের টিআরপি বাড়ানোর জন্য যা-তা করে নিউজ করি। এটা সত্যি কথা। আমার মনে হয়, এরকম না করাই ভালো। কারণ আপনাদের একটা নিউজ আর কিছু লাইকের জন্য একটা পরিবারে সমস্যা হতে পারে। এটা আপনারাও ভালো জানেন। যদি আপনাদের পরিবারের সঙ্গে হয়, তখন বুঝতে পারবেন।’

নিজের ক্রিকেট ক্যারিয়ার সামনে আর কতদূর এগোবে সেই প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘আমার মনে হয় যারা ক্রিকেট খেলে, জাতীয় দলে খেলার জন্যই খেলে। আমিও স্বপ্ন দেখি। এটা বিশ্বাস করি, এখনও সুযোগ আছে। যদি পারফর্ম করতে পারি অবশ্যই জাতীয় দলে খেলতে পারব। আপনি পারফর্ম করলে সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে আপনি পারফর্ম করতে পারবেন। যদি দেখেন, যেবার আমি বিপিএল ভালো খেললাম, এরপর কিন্তু আমাকে 'এ' দল বা টাইগার্স বা প্রস্তুতি ম্যাচ- কোথাও আমাকে ডাকেনি। তো আপনি যদি পারফর্ম করার পর এসব জায়গায় না ডাকে, তাহলে জাতীয় দলে কীভাবে খেলবেন? অবশ্যই স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার। এটা বিশ্বাস করি, পারফর্ম করলে অবশ্যই সুযোগ আসবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টা মামলাঃ ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

এলাকার খবর
খুঁজুন