এশিয়ান যুব প্যারা গেমসে বাংলাদেশের পাঁচ পদক
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২০: ১৬

দুবাইয়ে এশিয়ান যুব প্যারা গেমস ২০২৫-এ পাঁচটি পদক জিতেছে বাংলাদেশ। জ্যাভেলিন থ্রো ও ১০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জেতেন চৈতি রাণী দেব।
শহীদুল্লাহ সাতার ইভেন্টে জিতেছেন স্বর্ণ পদক ও ব্রোঞ্জ। ৫০ মিটার ফ্রি স্টাইলে জেতেন স্বর্ণ ও ১০০ মিটার ফ্রি স্টাইলে জেতেন ব্রোঞ্জ।
দলগত ইভেন্টেও একটি পদক জিতেছে বাংলাদেশ। মেয়েদের হুইল চেয়ার বাস্কেটবল দল ব্রোঞ্জ জিতেছে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com