নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে লিগ বয়কট করে বিসিবিকে গত ৩ নভেম্বরে চিঠি দেয় বিদ্রোহী ক্লাবগুলো। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া সেই চিঠি ঢাকার লিগ আয়োজক ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এমনটাই জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। পাশাপাশি সবগুলো দল নিয়ে লিগ শুরু করতে না পারার হতাশাও প্রকাশ করেন তিনি।
আজ ঢাকা প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচনে ছিল ১২ ক্লাবের অংশগ্রহণ। বাকি আট দল খেলার মাঠে আসবে এমনটা আশা করে আদনান রহমান দীপন বলেন, ‘সিসিডিএম চেয়ারম্যান হিসেবে আমি খানিকটা অখুশি। ইনশাআল্লাহ আগামীকাল (আজ) থেকে লিগ শুরু হবে। ১২ দল আসছে, আট দল আসেনি। আমি আগামীকাল (আজ) পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি।’
এই আট দলের আসবে লিগ বয়কট করেছে সেই চিঠি গত ৩ নভেম্বরই পেয়েছিল বিসিবি। তবে সিসিডিএম সেই চিঠি পায়নি জানিয়ে বলেন, ‘একটা জিনিস আপনাদের পরিষ্কার করি, তারা (বয়কটকারীরা) আনুষ্ঠানিকভাবে সিসিডিএমকে কোনো চিঠি দেয়নি।’ পরবর্তী সময়ে ভুল সংশোধন করে দিলে তিনি বলেন, ‘আমি এই চিঠি দেখিনি।’
প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচন চলাকালে বিসিবি কার্যালয়ের অন্য প্রান্তে দাঁড়িয়েছিলেন লিগ খেলতে না পারা ক্রিকেটাররা। লিগের আয়োজক সিসিডিএমের চেয়ারম্যান হিসেবে ব্যাপারটা তাকে ব্যথিত করে বলেও জানান আদনান রহমান দীপন। তিনি বলেন, ‘সিসিডিএমের চেয়ারম্যান হিসেবে সব সময় খেলোয়াড়দের পক্ষের লোক। এখন এই প্যাথেটিক দৃশ্যটা আমাকে দেখতেই হয়েছে। কিন্তু আমরা তো চেষ্টা করেছি। এখন যদি বাকি ক্লাবগুলো না আসে…।’

