বুলাওয়েতে দ্বিতীয় টেস্ট শুরু আজ

নিউজিল্যান্ডের আধিপত্য, নাকি জিম্বাবুয়ের প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২: ৩০

প্রথম টেস্টে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিক জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। ব্যাটে-বলে কিউইরা এবার দাপট দেখাতে চান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। আরেকটি দুরন্ত পারফরম্যান্স উপহার দিতে প্রস্তুত মিচেল স্যান্টনাররা। জয়ের ছন্দটা ধরে রেখে সিরিজ নিশ্চিত করতে আজ মাঠে নামছে তাসমান সাগরপাড়ের দেশটি। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে কিউইরা। দুদলের মাঠের লড়াই শুরু হবে দুপুর ২টায়। লাল বলের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

বিজ্ঞাপন


দারুণ ফর্মে থাকলেও খারাপ খবর আছে নিউজিল্যান্ড ভক্তদের জন্য। কিউইদের পেস আক্রমণের শক্তি কমে গেছে আরো। নাথান স্মিথ আগেই দর্শক হয়ে রয়েছেন মাঠের লড়াইয়ে। এবার দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন উইল ও’রোক। প্রথম টেস্টের তৃতীয় দিনে পিঠে চোট পান ও’রোক। সেই চোটই দ্বিতীয় টেস্টে দর্শক বানিয়ে দিয়েছে তাকে। ও’রোকের বদলি হিসেবে প্রথম টেস্ট চলাকালেই দলে যোগ দেন বেন লিস্টার। বাঁহাতি এই পেসার এখন আছেন দলের সঙ্গেই।


মাঠের লড়াইয়ে থাকছেন না ও’রোক ও স্মিথ। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের একাদশে দুটি পরিবর্তন আনতে বাধ্য নিউজিল্যান্ড। এ ম্যাচে জ্যাকারি ফোকস, জ্যাকব ডাফি ও ম্যাট ফিশারের মধ্যে অন্তত দুজনের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোকস ও ডাফি সীমিত ওভারের ক্রিকেটে এর আগে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ফিশার একাদশে জায়গা করে নিতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেকই হয়ে যাবে তার।


ইনজুরির কারণে প্রথম টেস্টে বসেই সময় কাটিয়েছেন অধিনায়ক টম লাথাম। তার অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ খেলে ফেলেছেন মিচেল স্যান্টনার। দ্বিতীয় টেস্টে লাথামের খেলা নির্ভর করছে তার ফিটনেসের ওপর।


প্রথম টেস্টে হেরে ১-০তে পিছিয়ে জিম্বাবুয়ে। এ ম্যাচ হারলে সিরিজ হাতছাড়া করবে আফ্রিকার দেশটি। এখন তাদের সামনে কেবল সিরিজ ভাগাভাগি করার সুযোগ। যদিও এটা অনেকটা ‘মিশন ইম্পসিবল’ জিম্বাবুয়ের জন্য। কেননা, পারফরম্যান্সটা ভালো যাচ্ছে ক্রেইগ আরভিনদের। তবে স্বাগতিকদের জন্য আশার খবর হলো, নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর জিম্বাবুয়ে দলে ফিরেছেন ব্রেন্ডন টেলর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত