স্পোর্টস ডেস্ক
লিভারপুলের হয়ে আর ২০ নম্বর জার্সি পরে মাঠে নামা হবে না দিয়োগো জতার। সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই ফরওয়ার্ড। তার শ্রদ্ধায় লিভারপুলের ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর দাবি তুলেছেন ভক্ত-সমর্থকরা।
জতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের আবহ তৈরি হয়। ২৮ বছর বয়সী জতার প্রয়াণে শোক জানিয়েছেন বর্তমান-সাবেক ফুটবলার, বিভিন্ন ক্রীড়া সাংবাদিক ও ক্লাব। পর্তুগিজ তারকা আর বেঁচে নেই- সেটা যেন বিশ্বাসই হচ্ছে না কারও।
যে ক্লাবের হয়ে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন সেই লিভারপুল সমর্থকদের চাওয়া- প্রিয় ক্লাবের আর কোনো ফুটবলারকে জতার ২০ নম্বর জার্সি না দেওয়া হোক। দাবি জানাতে গিয়ে ম্যাক্সি নামের এক সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ফুটবল এখন সবচেয়ে গুরুত্বহীন জিনিস, তবে আমি আশা করি লিভারপুল ২০ নম্বর জার্সি অবসর নেবে। জোতার মর্মান্তিক মৃত্যরর পরে অন্য কাউকে এই জার্সি পরতে দেখলে বেশিরভাগ সমর্থকদের কাছে ভুল মনে হবে। তবে আসল কথা হলো- জতা যা করেছিলেন এবং তিনি কে ছিলেন এসব বিষয় বিবেচনায় এই জার্সিটা অবসরে পাঠানো উচিত।’
একই দাবি তুলতে গিয়ে মিকি জুনিয়র নামের আরেক ভক্ত লিখেছেন, ‘জতা ২০২০ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন। তিনি ২০ নম্বর জার্সি পরতেন। আমরা তখন তাকে হারালাম যে মৌসুমে লিভারপুল তাদের ২০তম লিগ শিরোপা জিতেছে। ক্লাবের উচিত তার সম্মানে এই জার্সিটি অবসরে পাঠানো।’
অবসরে পাঠানো হবে কিনা সেটা বিষয়ে কিছু না বললেও ২০ নম্বর জার্সিকে অমর করে রাখার ঘোষণা দিয়েছে লিভারপুল। এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘২০ নম্বর জার্সি পরা খেলোয়াড় (জতা) লিভারপুলের ২০২৪-২৫ শিরোপাজয়ীদের অংশ ছিলেন। মার্সিসাইড ডার্বিতে সে অসাধারণ নৈপুণ্য দিয়ে গোল করেছিল। যেটা তার জীবনের শেষ গোল।’
লিভারপুলের হয়ে আর ২০ নম্বর জার্সি পরে মাঠে নামা হবে না দিয়োগো জতার। সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই ফরওয়ার্ড। তার শ্রদ্ধায় লিভারপুলের ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর দাবি তুলেছেন ভক্ত-সমর্থকরা।
জতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের আবহ তৈরি হয়। ২৮ বছর বয়সী জতার প্রয়াণে শোক জানিয়েছেন বর্তমান-সাবেক ফুটবলার, বিভিন্ন ক্রীড়া সাংবাদিক ও ক্লাব। পর্তুগিজ তারকা আর বেঁচে নেই- সেটা যেন বিশ্বাসই হচ্ছে না কারও।
যে ক্লাবের হয়ে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন সেই লিভারপুল সমর্থকদের চাওয়া- প্রিয় ক্লাবের আর কোনো ফুটবলারকে জতার ২০ নম্বর জার্সি না দেওয়া হোক। দাবি জানাতে গিয়ে ম্যাক্সি নামের এক সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ফুটবল এখন সবচেয়ে গুরুত্বহীন জিনিস, তবে আমি আশা করি লিভারপুল ২০ নম্বর জার্সি অবসর নেবে। জোতার মর্মান্তিক মৃত্যরর পরে অন্য কাউকে এই জার্সি পরতে দেখলে বেশিরভাগ সমর্থকদের কাছে ভুল মনে হবে। তবে আসল কথা হলো- জতা যা করেছিলেন এবং তিনি কে ছিলেন এসব বিষয় বিবেচনায় এই জার্সিটা অবসরে পাঠানো উচিত।’
একই দাবি তুলতে গিয়ে মিকি জুনিয়র নামের আরেক ভক্ত লিখেছেন, ‘জতা ২০২০ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন। তিনি ২০ নম্বর জার্সি পরতেন। আমরা তখন তাকে হারালাম যে মৌসুমে লিভারপুল তাদের ২০তম লিগ শিরোপা জিতেছে। ক্লাবের উচিত তার সম্মানে এই জার্সিটি অবসরে পাঠানো।’
অবসরে পাঠানো হবে কিনা সেটা বিষয়ে কিছু না বললেও ২০ নম্বর জার্সিকে অমর করে রাখার ঘোষণা দিয়েছে লিভারপুল। এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘২০ নম্বর জার্সি পরা খেলোয়াড় (জতা) লিভারপুলের ২০২৪-২৫ শিরোপাজয়ীদের অংশ ছিলেন। মার্সিসাইড ডার্বিতে সে অসাধারণ নৈপুণ্য দিয়ে গোল করেছিল। যেটা তার জীবনের শেষ গোল।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে