রোনালদোর ৮০০, আল নাসরের পাঁচে পাঁচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৯: ৪১

ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। প্রতি ম্যাচেই জালের দেখা পাচ্ছেন পর্তুগিজ তারকা। সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে দলের ৫-১ গোলে জয়ের ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকের রাতে গোল পেয়েছেন রোনালদো। এই গোলে একটি মাইলফলক গড়েছেন তিনি। ক্লাব ফুটবলে তার মোট গোলসংখ্যা হলো ৮০০। অন্য গোলটি করেছেন কিংসলে কোম্যান। এই জয়ে ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর।

ম্যাচের প্রথমার্ধে আল নাসরের চোখে চোখ রেখে লড়াই করে আল ফাতেহ। ফলে এই অর্ধে মাত্র একটি গোল আদায় করে নিতে পারে আল নাসর। বক্সের বাইরে থেকেই ১৩ মিনিটে দারুণ শটে গোলটি করেন ফেলিক্স। দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণে আল ফাতেহর রক্ষণ কাঁপিয়ে দেয় ‘দ্য গ্লোবাল ওয়ান’রা। এর ফাঁকেই ৫৪ মিনিটে সমতায় ফেরে আল ফাতেহ। বাকি গল্প কেবল আল নাসরের।

বিজ্ঞাপন

৫৯ মিনিটে আল নাসর পেনাল্টি পেলেও মিস করেন রোনালদো। অবশ্য এক মিনিট পরেই বুলেট শটে জাল কাঁপিয়ে উল্লাসে মেতে ওঠেন, জার্সি খুলে উঁচিয়ে ধরেন দর্শকদের দিকে। ক্লাবের হয়ে এটি তার ৮০০তম ও সব মিলিয়ে ৯৪৯তম গোল। হাজার গোলের পথে ভালোভাবেই আছেন রোনালদো। আট মিনিট পর আল নাসরকে আরো এগিয়ে নেন ফেলিক্স। ৭৫ মিনিটে গোল করেন কোম্যান। ৭৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফেলিক্স। সৌদি লিগে ৫ ম্যাচেই দুটি হ্যাটট্রিক করে ফেললেন ২৫ বছর বয়সি তারকা।

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত